সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দোষ ছিল একটাই। নিজের খোলামেলা ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছিলেন। আর সেই অপরাধে রীতিমতো গ্রেপ্তার করা হল তাঁকে। সৌদি আরবের এক মহিলা বডি বিল্ডারকে গ্রেপ্তার করার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ওই আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিজের খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। আর তারই শাস্তি হিসাবে গ্রেপ্তার করা হয় তাঁকে। ইসলাম-বিরোধী কাজ করার অপরাধে তাঁর থেকে জরিমানা চাওয়া হয় বলে খবর।
ইসলাম মতে হিজাব না পরা বা যে কোনও অঙ্গ প্রদর্শনকারী পোশাক পরিধানই নগ্নতার সমান। আর তাই নগ্নতার অপরাধেই গ্রেপ্তার করা হল মহিলা খেলোয়াড়কে।
The post সোশ্যাল মিডিয়ায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে গ্রেপ্তার বডি বিল্ডার appeared first on Sangbad Pratidin.