সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে ইরান ও আমেরিকার মধ্যে। এমনিতেই দু’দেশের মধ্যে অহি-নকুল সম্পর্ক তার উপর বৃহস্পতিবার একটি মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন গুলি করে নামিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড।
[আরও পড়ুন: খাশোগ্গি হত্যায় জড়িত সৌদি যুবরাজ, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে]
এক বিবৃত প্রকাশ করে রিভলিউশনারি গার্ড জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের করে হরমোজগান প্রদেশে কুহমোবারক এলাকায় ঢুকে পড়ে আমেরিকার একটি গ্লোবাল হক ড্রোন। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই সেটিকে গুলি করে মাটিতে নামায় বায়ুসেনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ড্রোনটিকে ধ্বংস করে আমরা আমেরিকাকে সাফ বার্তা দিয়েছি। তারা যেন আমাদের সীমানা থেকে দূরে থাকে। আমরা কখনই যুদ্ধ চাই না। তবে কেউ হামলা করলে তার যোগ্য জবাব সবসময় দিতে প্রস্তুত সেনা।” এদিকে ওই ড্রোনটি আমেরিকারই ছিল বলে পেন্টাগন স্বীকারও করে নিয়েছে। তবে মার্কিন প্রশাসনের তরফে দুই অফিসার দাবি করেছেন, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। সেটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেনি।
উল্লেখ্য, সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন জাহাজের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওই ঘটনার পর থেকেই দু’পক্ষের মধ্যে পরিস্থিতির চরমে ওঠে। তারই ফরস্বরূপ মার্কিন ড্রোন হানার ঘটনা বলে বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে। এদিকে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমাদের ড্রোনটি ধ্বংস করে বিরাট বড় ভুল করেছে ইরান।” পাশাপাশি তিনি আরও জানান যে ইরান হয়তো বা ভুল করে ড্রোনটিকে গুলি করেছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের সেনাশক্তি অনেকটাই বাড়িয়েছে বলে মার্কিন সূত্রে খবর। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই মার্কিন তেল ট্যাঙ্কারের উপর আক্রমণ চালানো হয়। আমেরিকা অভিযোগ করে ইরানই ওই হামলা চালিয়েছে। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে।
[আরও পড়ুন: এই রিভলবারেই জীবন শেষ ভ্যান গগের, নিলামে বিকোল আগ্নেয়াস্ত্র]
The post ঘনাল যুদ্ধের মেঘ, হরমুজে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান appeared first on Sangbad Pratidin.