shono
Advertisement

অভিনব প্রতিবাদ, দাড়ি-গোঁফ লাগিয়ে ফুটবল মাঠে হাজির একদল মহিলা

কেন এমন প্রতিবাদ? The post অভিনব প্রতিবাদ, দাড়ি-গোঁফ লাগিয়ে ফুটবল মাঠে হাজির একদল মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 PM May 08, 2018Updated: 09:36 PM May 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তাঁদের ফুটবলপ্রেম কারও থেকে কম নয়। অথচ মাঠে বসে খেলা দেখার অধিকার নেই। শুনতে অবাক লাগলেও এটাই দস্তুর ইরানে। স্রেফ পুরুষ হয়ে না জন্মানোর জন্য মাঠে বসে ফুটবল খেলা দেখতে পারেন না ইরানি মহিলারা।  সম্প্রতি তেহরানে আজাদি স্টেডিয়ামের গ্যালারিতে নকল দাড়ি, গোঁফ লাগিয়ে খেলা দেখলেন একদল মহিলা ফুটবলপ্রেমী। শুধু দেখলেন বললে অবশ্য ভুল হবে। রীতিমতো গান গেয়ে প্রিয় দলকে সমর্থন করলেন তাঁরা। ঘটনার ভিডিও, ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলা ফুটবলপ্রেমীদের বক্তব্য, ‘পুরুষ সেজেছি। কিন্তু লুকিয়ে খেলা দেখতে আসিনি। এটা আমাদের প্রতিবাদ। একদিন না একদিন তো আমরা সফল হবই।’

Advertisement

[আফগানদের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের নেতা রাহানে, ওয়ানডে দলে ফিরলেন রায়ডু]

সারা বিশ্বে জনপ্রিয়তার নিরিখে ফুটবলের সঙ্গে আর কোনও খেলারই তুলনা চলে না। পুরুষ ও মহিলা নির্বিশেষে নব্বই মিনিটের খেলাটি দেখতে ভালবাসেন সকলেই। স্টেডিয়ামে যেমন পুরুষদের দেখা যায়, তেমনি থাকেন মহিলা ফুটবলপ্রেমীরাও। বস্তুত, ইরানেও মহিলাদের মাঠে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে আইনত কোনও বাধা নেই। কিন্তু, তাতে কী! সমাজে যে নীতিপুলিশ বা স্বঘোষিত স্বেচ্ছাসেবকদের দাপট অনেক বেশি। তাঁরা নিয়ম করেছেন, মাঠে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারবেন না ইরানের মহিলারা। কারণ, উত্তেজনা তো থাকেই, ফুটবল মাঠে উত্তেজনার বশে অনেকে আবার অশ্রাব্য গালিগালাজ দিয়ে ফেলেন। তাই স্টেডিয়ামে মহিলাদের ঢুকতে মানা। আর মজার বিষয় হল, এই নিয়ম মেনেও নিয়েছেন মহিলা ফুটবলপ্রেমীরা। শেষ পর্যন্ত অবশ্য বিদ্রোহ করলেন একদল মহিলা ফুটবলপ্রেমী। রীতিমতো দাড়ি, গোঁফ লাগিয়ে গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখলেন তাঁরা। গান গাইলেন। সমর্থন করলেন। ছবি, ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্টও দিলেন। সেইসব ছবি-ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাঁদের আশা, একদিন না একদিন ইরানে সব মহিলারাই মাঠে বসে ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।

[আরসিবি’র বড় ভক্ত! অঙ্ক কষে এভাবেই প্রিয় দলকে প্লে-অফে পৌঁছে দিলেন ফ্যান]

The post অভিনব প্রতিবাদ, দাড়ি-গোঁফ লাগিয়ে ফুটবল মাঠে হাজির একদল মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement