shono
Advertisement

ইরানে নারী স্বাধীনতা আন্দোলনের মুখ, নোবেল শান্তি পুরস্কার পেলেন জেলবন্দি নার্গিস

৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত ইরানের সমাজকর্মী।
Posted: 03:37 PM Oct 06, 2023Updated: 03:49 PM Oct 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে (Iran) নারী স্বাধীনতা নিয়ে আন্দোলন চালিয়ে নোবেল পুরস্কার পেলেন নার্গিস সাফি মহাম্মদি। শুক্রবার নোবেল শান্তি পুরস্কারে (Nobel Peace Prize) ভূষিত হয়েছেন ইরানের এই সমাজকর্মী। ইতিমধ্যেই তাঁকে ৩১ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে ইরানের প্রশাসন। জেলে বন্দি থাকা অবস্থাতেই নোবেল পুরস্কার জিতেছেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই ১৩ বার নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর হিজাব না পরার কারণে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ইরানের তরুণী মাহসা আমিনির। সেই দেশেরই সমাজকর্মীর হাতে উঠল নোবেল পুরস্কার। 

Advertisement

[আরও পড়ুন: সিরিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ ড্রোন হামলা, মৃত শতাধিক]

শুক্রবার নোবেল কমিটির তরফে শান্তি পুরস্কার প্রাপক হিসাবে নার্গিসের নাম ঘোষণা করা হয়। ৫১ বছর বয়সি এই সমাজকর্মীকে একাধিকবার হেনস্তা করেছে ইরানের প্রশাসন। সবমিলিয়ে মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন নার্গিস। পাঁচটি অভিযোগে ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। এখনও ১৫৪টি অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। আপাতত ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। জেলে বন্দি থাকা অবস্থাতেই নোবেল পুরস্কার পেয়েছেন নারী স্বাধীনতার জন্য সওয়াল করা নার্গিস।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, সমাজের জন্য কাজ করতে বারবার ব্যক্তিগত জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে নার্গিসকে। ইরানের নিপীড়িত নারীদের স্বাধীনতা দেওয়ার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। সকলের মানবাধিকার রক্ষা করতেও প্রাণপন চেষ্টা চালিয়েছেন। সেই সংগ্রামকে সম্মান জানিয়েই নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। প্রসঙ্গত, ১৯তম মহিলা হিসাবে নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস।

[আরও পড়ুন: রাশিয়ার পাশ থেকে ভারতকে সরানোর চেষ্টা বৃথা, পশ্চিমি দুনিয়াকে হুঁশিয়ারি পুতিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement