shono
Advertisement

যুদ্ধের আবহে ইউক্রেনীয়দের ‘ইরানি’বলে সম্বোধন বাইডেনের, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বাইডেনের মন্তব্য।
Posted: 12:41 PM Mar 02, 2022Updated: 02:01 PM Mar 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Russia-Ukraine War) চরম সংঘর্ষের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। গোটাটাই অবশ্য রুশ বাহিনীর দিক থেকে। কিয়েভ, খারকভ-সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে পুতিনের (Vladimir Putin) সেনা। যাতে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ারও। এই পরিস্থিতিতে নিজের ভাষণে বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেই ভাষণ দিতে গিয়েই গোলমাল পাকালেন তিনি! ইউক্রেনীয়দের “ইরানি জনগণ” বলে বিতর্কে জড়ালেন প্রেসিডেন্ট বাইডেন। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হল বাইডেনের ভুল! 

Advertisement

এদিন রাশিয়ার আগ্রাসন নিয়ে রীতিমতো আবেগ বিহ্বল বক্তৃতা দেন জো বাইডেন। বলেন, “পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনওই ইরানি জনগণের হৃদয় ও আত্মাকে ছিনিয়ে নিতে পারবেন না।” বোঝাই যাচ্ছে বাইডেন ‘ইউক্রেনের জনগণ’ বলতে গিয়েই ‘ইরানি জনগণ’ বলে ফেলেন। যদিও এই ভুল শোধরানোর আগেই তা ট্রেন্ড হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কূট সমালোচকরা প্রশ্ন তুলছেন, ইউক্রেনের বদলে ইরানের নাম নেওয়ার পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে প্রেসিডেন্টের? অনেকেই এর পেছনের রহস্য খোঁজা শুরু করেছে। ৭৯ বছরের প্রেসিডেন্টকে নিয়ে শুরু হয়েছে হাসি-ঠাট্টাও।

[আরও পড়ুন: রুশ বায়ুসেনার হলটা কী? ইউক্রেন যুদ্ধে পুতিন বাহিনীর কৌশল নিয়ে ধন্দে সমর বিশেষজ্ঞরা]

যদিও এই প্রথম মুখ ফসকে ভুল বললেন না মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া ছোটবেলা থেকেই কথা বলা নিয়ে সমস্যা রয়েছে তাঁর। সেই সমস্যা দূর করতে এককালে ইয়েটস ও এমার্সনের রচনা উচ্চস্বরে আবৃত্তি করতেন বালক বাইডেন। উল্লেখ্য, গত বছরও এমন ভুল বলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেবার উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসকে ভুলবশত ‘প্রেসিডেন্ট হ্যারিস’ বলে ফেলেন তিনি।

[আরও পড়ুন: যুদ্ধের আবহে এবার ‘তেল দেবেন’ বাইডেন]

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এদিনের ভাষণে বাইডেন স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মাটিতে নামবে না মার্কিন সেনা। এইসঙ্গে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করে বাইডেন বলেন, “রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মুক্ত বিশ্বের ভিত্তিকে বিনষ্ট করছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement