shono
Advertisement

সেকি! পর্ন সাইট খুলতে গেলেই এসব দেখাচ্ছে কেন?

নিজের নেটওয়ার্ককে গালমন্দ করবেন না৷ আসল কারণটা ক্লিক করে জানুন৷ The post সেকি! পর্ন সাইট খুলতে গেলেই এসব দেখাচ্ছে কেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:10 AM Jan 11, 2017Updated: 07:40 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল যাঁরা ব্যবহার করছেন৷ সাম্প্রতিক কালে এই ভীষণ সমস্যার মুখ পড়ে থাকতে পারেন৷ বিশেষ কোনও পর্ন সাইটে ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে গেলেই ব্লক হয়ে যাওয়ার মেসেজ দেখাচ্ছে৷ হাই প্রোফাইল 4G-র বাজারে অনেকেই এর জন্য নিজের নেটওয়ার্ককে গালমন্দ করছেন৷ কিন্তু, এতে আপনার নেটওয়ার্কের কোনও দোষ নেই৷ সে সম্পূর্ণ নির্দোষ৷ এর নেপথ্যে রয়েছে ইরানের এক সাম্প্রতিক উদ্যোগ৷

Advertisement

হ্যাঁ, সম্প্রতি ইরানে সমস্ত পর্ন সাইট সরকারের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়েছে৷ তাতে ভারতের যোগাযোগ কোথায়? ভারতের যোগাযোগ ইরানের ব্লক করার পদ্ধতিতে৷ পর্ন সাইটগুলি ব্লক করার জন্য বর্ডার গেটওয়ে প্রোটোকল (BGP)  ব্যবহার করেছে ইরান৷ এই প্রোটোকলটিই বিভিন্ন দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারা (ISP) ব্যবহার করে থাকেন ইন্টারনেটে কোনও খোঁজের উত্তর দেওয়ার জন্য৷ যেমন ধরুন, আপনি গুগলে কিছু জিজ্ঞেস করলেন৷ তার উত্তরও এই বর্ডার গেটওয়ে প্রোটোকল (BGP)  ব্যবহার করে দিতে পারেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা৷

শুধু ভারতের ভারতী এয়ারটেল নয় ইরানের এই ব্লকের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার RETN, ইন্দোনেশিয়ার টেলিকোমুনিকাশি এবং হংকংয়ের হাচসন নেটওয়ার্কও৷ তবে খুব শিগগিরিই এই ব্যবস্থার সুরাহা করতে নেমে পড়েছেন ইঞ্জিনিয়াররা৷

আরও পড়ুন –

(‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা)

The post সেকি! পর্ন সাইট খুলতে গেলেই এসব দেখাচ্ছে কেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement