shono
Advertisement

মাহসার কবরে জমায়েতের ডাক, প্রতিবাদীদের মিছিলে গুলি ইরানের নিরাপত্তা বাহিনীর

হিজাব বিরোধী আন্দোলনের উত্তাপ ক্রমেই বাড়ছে ইরানে।
Posted: 07:49 PM Oct 27, 2022Updated: 07:49 PM Oct 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তাল ইরান (Iran)। হিজাব বিরোধী আন্দোলনে এবার হাজার হাজার আন্দোলনকারীদের উপরে গুলি চালাল সেদেশের নিরাপত্তা বাহিনী। তাঁরা মাহসা আমিনির (Mahsa Amini) কবরের উদ্দেশে মিছিল করে এগিয়ে গেলে এই গুলি চালানোর ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

উল্লেখ্য, বছর বাইশের মাহসার মৃত্যুই এই আন্দোলনে স্ফুলিঙ্গের কাজ করেছে। যা এখন দাবানলে পরিণত হয়েছে। আন্দোলনের ঢেউয়ের ধাক্কায় ইরান প্রশাসন। দেখতে দেখতে ৪০ দিন পেরিয়ে গিয়েছে মাহসার মৃত্যুর। এখনও মেলেনি ন্যায়বিচার। তাই এই দিনটিকে চিহ্নিত করেই পশ্চিম কুর্দিস্তান অঞ্চলে মাহসার কবরের দিকেই যাত্রা করেন আন্দোলনকারীরা। আগে থেকেই খবর পেয়ে এলাকায় আরও বেশি করে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। তারপরই আন্দোলনকারীদের রুখতে ছোঁড়া হয় গুলিও। কিন্তু তবুও দমানো যায়নি উপস্থিত হাজার দশেক আন্দোলনকারীদের।

[আরও পড়ুন: মর্মান্তিক! বাড়িতে তৈরি চা পানের পরই উত্তরপ্রদেশে প্রাণ হারাল ২ শিশু-সহ পাঁচজন]

প্রসঙ্গত, বছর বাইশের মাহসা আমিনিকে নীতি পুলিশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, পুলিশ ভ্যানে তোলার সময় বেধড়ক মারধর করা হয় তাঁকে। তাতেই অসুস্থ হন তিনি। যদিও পুলিশের দাবি ওই তরুণীকে মারধর করা হয়নি। গ্রেপ্তারের পরে অসুস্থ হন তিনি। আক্রান্ত হন হৃদরোগে। গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে মাহসার মৃত্যুর পর থেকেই শুরু হয় আন্দোলন। রাজপথে নেমে আসে কাতারে কাতারে মানুষ।

হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। কেবল মহিলারাই নন, প্রতিবাদে শামিল হয়েছেন পুরুষরাও। যদিও দেশজুড়ে প্রবল বিক্ষোভ, আন্দোলনের পরেও থামছে না ইরান সরকার। বিক্ষোভকারীদের থামানোর জন্য আরও কড়া হচ্ছে সে দেশের সরকার। তবুও সপ্তাহ পাঁচেক পেরিয়ে গেলেও এখনও এতটুকুও কমেনি আন্দোলনের আঁচ। যা ফের পরিষ্কার হয়ে গেল এদিনের বিক্ষোভের ঘটনায়।

[আরও পড়ুন:‘পাক অধিকৃত কাশ্মীরও দখলে আনব’, উপত্যকার মাটি থেকে গর্জন রাজনাথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement