shono
Advertisement

ট্রেনের খাবারগুলির আসল দাম জানেন কি?

নিজেই জেনে নিন ক্লিক করে৷ The post ট্রেনের খাবারগুলির আসল দাম জানেন কি? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Mar 21, 2017Updated: 12:37 PM Mar 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের খাবার-দাবারের মান ও দাম নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ তোলেন যাত্রীরা৷ দূরপাল্লার ট্রেনের যাত্রীরা প্রায়ই নালিশ জানান, চা-কফি, জল থেকে খাবার, সবকিছুর জন্যই ধার্য মূল্যের থেকে অতিরিক্ত দাম চাওয়া হয়৷ এবার সেই অভিযোগে ইতি টানতে খাবারের মূল্যের একটি তালিকা প্রকাশ করল ভারতীয় রেল৷

Advertisement

[নারদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টের]

মঙ্গলবার টুইটারে রেলের খাবারের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে৷ সঙ্গে জানানো হয়েছে, এবার থেকে ট্রেনের মধ্যে খাবারের জন্য অতিরিক্ত মূল্য দাবি করলে এই তালিকার ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা৷ এর আগে একাধিকবার সোশ্যাল নেটওয়ার্টিং সাইটে খাবারের মান নিয়ে নানা ধরনের অভিযোগ পেয়েছে রেল৷ আইআরসিটিসি-র হয়ে যে বেসরকারি ভেন্ডররা যাত্রীদের কাছে খাবার পৌঁছে দেন, তাঁরা নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা আদায় করার চেষ্টা করেন৷ রেলের তরফে বলা হল, নয়া চুক্তি অনুযায়ী এবার আইআরসিটিসি-র প্রকাশিত মেনু কার্ডে দাম দেখে খাবার অর্ডার দিতে পারবেন যাত্রীরা৷ ফলে ন্যায্য মূল্যে পরিচ্ছন্ন খাবার পেতে আর কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হল৷

[মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য, কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের]

গত মাসেই রেলের খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ যাতে ট্রেন এবং প্ল্যাটফর্ম থেকে টাটকা ও সঠিক মানের খাবার পেতে যাত্রীদের কোনও সমস্যায় না পড়তে হয়৷

The post ট্রেনের খাবারগুলির আসল দাম জানেন কি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement