সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডের (IRE vs IND) বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মোটেও আগ্রহ নেই। তবে যাবতীয় আগ্রহ রয়েছে জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলারের কামব্যাক ম্যাচ আদৌ আয়োজন করা যাবে তো? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। কারণ দ্য ভিলেজ এলাকার মালাহাইড অঞ্চলের ডাবলিনের মাঠের আকাশে কালো মেঘের ঘনঘটা। ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা।
আয়ারল্যান্ডের হাওয়া অফিসের মতে, স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ ৬৮% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই সময় থেকেই ম্যাচ শুরু হওয়ার কথা। বিকেল ৪টে নাগাদ সেই বৃষ্টির মাত্রা বেড়ে দাঁড়াতে পারে ৮৮%। বিকেল ৫টা নাগাদ বৃষ্টি আরও বাড়তে পারে। ৯৩% বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: ‘চার বছরের নির্বাসন অন্যায়’, নাডা-র রায়কে কড়া চ্যালেঞ্জ জানাবেন ডোপ টেস্টে ফেল করা দ্যুতি চাঁদ!]
আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বুমরাহকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিল বিসিসিআই (BCCI) ও অজিত আগরকারের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। গত কয়েক দিন ধরে নেটে তিনি যে ভাবে বল করছেন তাতে আশা বাড়ছিল। এক টানা বল করছেন তিনি। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেললেও, সম্প্রতি কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তারকা জোরে বোলার। আর তাই আগামী কয়েক মাসে একাধিক কঠিন ম্যাচের কথা মাথায় রেখে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্য কুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের মতো তারকাদের বিশ্রাম দিয়ে বুমরাহের নেতৃত্বে একেবারে তরুণ দল আয়ারল্যান্ড উড়ে গিয়েছিল। প্রায় ১১ মাস পর দলের এই তারকা পেসার আবারও টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে বুমরাহকে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল বৃষ্টি রুখে দাঁড়াবে না তো?
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহের বোলিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, উইকেটের দু’দিক থেকেই বল করছিলেন তিনি। মূলত বাঁ হাতি ব্যাটারকে বল করছেন তিনি। দেখে মনে হচ্ছিল, বল করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না। চিকিৎসকেরা নজর রাখাছিলেন যে বুমরাহ একটানা কতক্ষণ বল করতে পারছেন। এরপরেই হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে বুমরাহকে আয়ারল্যান্ড সফরের দায়িত্ব দেওয়া হল। এখন তিনি আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচে কেমন বোলিং করেন সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। কিন্তু বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়াতে পারে।
[আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করার ১৫ বছর, অনুপ্রেরণার আরেক নাম বিরাট কোহলি]
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের সূচি
শুক্রবার, ১৮ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি – দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন – সন্ধ্যা ৭:৩০ মিনিট (ভারতীয় সময় অনুসারে)
রবিবার, ২০ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি – দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন – সন্ধ্যা ৭:৩০ মিনিট (ভারতীয় সময় অনুসারে)
বুধবার, ২৩ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি – দ্য ভিলেজ, মালাহাইড, ডাবলিন – সন্ধ্যা ৭:৩০ মিনিট (ভারতীয় সময় অনুসারে)
একনজরে ১৫ সদস্যের ভারতীয় দল….
জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান