shono
Advertisement

ইরফানের ভাইপোর এই ভিডিও দেখেছেন? ডিভিলিয়ার্সও লজ্জা পাবেন!

বিস্ময় বালক বললে কি অত্তুক্তি হবে? The post ইরফানের ভাইপোর এই ভিডিও দেখেছেন? ডিভিলিয়ার্সও লজ্জা পাবেন! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Aug 26, 2018Updated: 07:54 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: OMG! খুদের ব্যাটে এমন শট! বিস্ময় বালক বললে কি অত্তুক্তি হবে? মনে হয় না৷ বয়স মাত্র আড়াই বছর৷ কিন্তু তার ব্যাট ধরার কায়দা দেখে তাক লাগবেই৷ ভারতীয় পেসার ইরফান পাঠানের ভাইপো এখন নেটদুনিয়ার চর্চায়৷

Advertisement

[চতুর্থ টেস্টে কত রান করবেন কোহলি? ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক]

যে দেশে ক্রিকেটকে ধর্মের আসনে বসানো হয়, সেখানে আট থেকে আশি সকলেই যে ক্রিকেটভক্ত, তা বলাই বাহুল্য৷ ছোট থেকেই বাইশ গজের লড়াই দেখে বড় হয় এ দেশের ছেলে-মেয়েরা৷ গালি ক্রিকেট তো ভারতের প্রতিটি শহরের চেনা ছবি৷ আর এ খুদের জন্মই তো হয়েছে ক্রিকেটারের পরিবারে৷ বছর আড়াইয়ের খুদে মাস্টারের রক্তেই ক্রিকেট৷ ভাইপোর এমন প্রতিভা তো আর লুকিয়ে রাখা যায় না৷ ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ছেলের কীর্তিই তুলে ধরেছেন কাকু ইরফান৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ তাঁদের পথেই যে ভাইপো রায়ান এগোচ্ছে, ভক্তদের যেন সে কথাই জানাতে চাইলেন তিনি৷

[প্রয়াত প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু, বাংলার ক্রিকেটমহলে শোকের ছায়া]

দুনিয়ার কাছে ইরফান এমন প্রতিভা তুলে ধরেছেন ঠিকই৷ তবে তিনি চান একজন কিংবদন্তি যেন অবশ্যই এই ভিডিওটি দেখেন৷ না, শচীন তেণ্ডুলকর বা বিরাট কোহলি নয়, ইরফান চান তাঁর ভাইপোর প্রতিভা যেন চোখে পড়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের৷ বিশ্ব ক্রিকেটে অন্যতম উজ্জ্বল তারকা এবি৷ চলতি বছরেই বিদায় জানিয়েছেন বাইশ গজকে৷ দেশ থেকে ক্লাব, ব্যাট হাতে সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছেন এই কিংবদন্তি৷ সবরকম শট খেলতে পারেন বলে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানও বলা হয় তাঁকে৷ তাই খুদে রায়ানের ক্রিকেট খেলার ভিডিওটি পোস্ট করে ইরফান লিখেছেন, “এবি ডিভিলিয়ার্স কি দেখছেন? রায়ান তার ব্যাটে কিন্তু ড্র্যাগ শট মারতে পারে৷” সত্যিই এই প্রতিভা এবি’র চোখে পড়েছে কিনা, এখনও জানা নেই৷ তবে ভাইপোর এমন কীর্তি এবি’র মন জয় করবেই৷ আশা ইরফানের৷

The post ইরফানের ভাইপোর এই ভিডিও দেখেছেন? ডিভিলিয়ার্সও লজ্জা পাবেন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement