সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্স হ্যান্ডেলে দুজনের প্রোফাইলে একই ছবি। কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পাঠান ভাইরা। পিছনে জাতীয় পতাকা। দুই ভাইয়ের মধুর সম্পর্কের কথাও অজানা নয়। লোকসভা ভোটের সময় বহরমপুর কেন্দ্রে দাদা ইউসুফের প্রচারেও এসেছিলেন ইরফান (Irfan Pathan)। কিন্তু ক্রিকেটের বাইশ গজে ভারতের জার্সি গায়েই বেনজির ঝামেলায় জড়িয়ে পড়লেন ইরফান পাঠান আর ইউসুফ পাঠান (Yusuf Pathan)।
ইংল্যান্ডে এই মুহূর্তে চলছে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সাম্প্রতিক ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ২১০ রান। পালটা ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় ভারত। পাঠান ভাইদের ব্যাটিংয়েও অবশ্য আশার আলো জ্বলেনি। কিন্তু একটা ভুল বোঝাবুঝিতেই শুরু যাবতীয় গণ্ডগোল।
[আরও পড়ুন: মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে আনোয়ার? দলবদলের বাজারে আচমকাই জল্পনা]
১৮ তম ওভারে বল করতে আসেন ডেল স্টেইন। তাঁর বলে ইরফানের শট দূরে যাওয়ার পর সিঙ্গলও নেন দুজনে। দ্বিতীয় রানটি নেওয়ার জন্য ছুটে যান ইরফান। প্রথমে এগিয়ে গিয়েও থেমে যান ইউসুফ। আর সেই সুযোগে স্টেইন তাঁকে রান আউট করে দেন। আর তার পরই চিৎকার করে ওঠেন ইরফান। দুহাত নাড়িয়ে দাদাকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠেন তিনি। তার পর রাগের মাথায় হেঁটে যান প্যাভিলিয়নের দিকে। তখন তাঁর রান ২১ বলে ৩৫।
[আরও পড়ুন: রেসিং ফেস্টিভ্যালে দল কিনলেন সৌরভ, নতুন পথচলা শুরু কলকাতা রয়্যাল টাইগার্সের]
মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা যদিও নতুন কিছু নয়। ফলে পাঠান ভাইদের নতুন 'কীর্তি'কে হালকা ছলেই নিচ্ছেন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন তুলছেন তখন ১২ বলে ৭৯ রান দরকার। সেই সময় দাঁড়িয়ে আউট হওয়ায় চিৎকার করার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে। শেষ পর্যন্ত ৫৪ রানে ভারতের কিংবদন্তিরা। ৪৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান।