সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেকেই মনে করছেন, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। এই গুণের জন্য পাণ্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাবেন বলেই মনে করা হচ্ছে।
কিন্তু হার্দিককে নিয়েই প্রশ্ন তুলে দিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রে আমার উপলব্ধি হল, ওকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ভারতীয় ক্রিকেটে বড্ড বেশি গুরুত্ব পাচ্ছে ও। কারণ আমরা কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারিনি।''
[আরও পড়ুন: ‘বোলারদের বাঁচাও’, কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝপথেই টুইট অশ্বিনের]
পাঠান নিজেও অলরাউন্ডার ছিলেন। কেরিয়ারের গোড়ার দিকে রামধনুর মতো বাঁক খাওয়ানো সুইং করাতে পারতেন। কিন্তু গুরু গ্রেগ তাঁকে ব্যাটসম্যান করতে চেয়েছিলেন। ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানো হত পাঠানকে। পরের দিকে বোলিংয়ের ধারও হারিয়ে ফেলেন পাঠান। সেই তিনিই বলছেন, ''যদি তুমি নিজেকে অলরাউন্ডার বলে মনে করো, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলতে হবে। পাণ্ডিয়া কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এখনও পর্যন্ত সাফল্য পায়নি। আমরা ওর দক্ষতা নিয়েই কেবল আলোচনা করছি।''
আইপিএল ও আন্তার্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সের মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে বলেই মনে করেন পাঠান। তিনি বলছেন, ''আসলে আইপিএল ও আন্তর্জাতিক পারফরম্যান্সের মধ্যে আমরা গুলিয়ে ফেলি। এটাই বড় পার্থক্য। পাণ্ডিয়াকে সারা বছর ধরে খেলতে হবে। বেছে বেছে টুর্নামেন্ট খেললে চলবে না।''