সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল (Israel)-হামাস সংঘর্ষে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। সেখানে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। তার মধ্যেই রয়েছে প্রচুর শিশুও। বিশ্বের বহু দেশই গাজায় মানবাধিকার রক্ষার বার্তা দিলেও কোনও ব্যবস্থা সেভাবে নেওয়া হয়নি। এবার গাজায় শিশুহত্যা নিয়ে সরব হলেন ইরফান পাঠান (Irfan Pathan)। প্রাক্তন ক্রিকেটারের অনুরোধ, এই শিশুহত্যা বন্ধ করতে একজোট হয়ে ব্যবস্থা নিন রাষ্ট্রনেতারা।
গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা শুরু করে হামাস (Hamas) জঙ্গিরা। পণবন্দি করা হয় ২০০ জনেরও বেশি ইজরায়েলিকে। পালটা দিয়ে হামাসকে নিঃশেষ করার ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইতিমধ্যেই গাজার (Gaza) ভূখণ্ডে ঢুকে অভিযান শুরু করেছে ইজরায়েলের সেনা। গাজায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রক। অন্তত ৩২ হাজার মানুষ আহত।
[আরও পড়ুন: Abhijit Vinayak Banerjee: প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, শোকপ্রকাশ মমতার]
এহেন পরিস্থিতিতে শুক্রবার টুইট করেন ইরফান পাঠান। গাজার পরিস্থিতিতে ব্যথিত ধারাভাষ্যকার বলেন, ” প্রতিদিন গাজায় দশ বছরেরও কম বয়সি শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব চুপ। ক্রীড়াবিদ হিসাবে আমি শুধু এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি। তবে সময় এসে গিয়েছে, বিশ্বের সমস্ত নেতাকে একজোট হতে হবে। এই নির্দয় শিশুহত্যা বন্ধ করতে হবে।”
এর আগেও গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। বিশ্বকাপের ম্যাচ জিতে উৎসর্গ করেছিলেন গাজার সাধারণ মানুষকে। সোশাল মিডিয়ায় লিখেছিলেন, “এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লা শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।” তা নিয়ে বিতর্কের মধ্যেও পড়েন পাক তারকা।