সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভিনগ্রহে জীবের দেখা মিলল উত্তরপ্রদেশে! সে এলাকার বাসিন্দাদের দাবি অন্তত তেমনটাই। সেই জীবের ভয়ে কার্যত ঘরে সিঁধিয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। শেষপর্যন্ত ভিনগ্রহের প্রাণীকে ধরতে রীতিমতো পুলিশ ডাকল তাঁরা। তদন্তে নেমে তো যোগীর রাজ্যের পুলিশের চোখ কপালে উঠেছে। তদন্তে নেমে কী দেখল তাঁরা?
শনিবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দানকউর শহরের আকাশে কিছু একটা উড়ে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা। আকৃতিতে পুরো মানুষের মতো। কখনও তার দেখা মিলছে, তো কখনও আবার ভোজবাজির মতো গায়েব হয়ে যাচ্ছে। ঠিকমতো বোঝা না যাওয়ায় এলিয়েনের আতঙ্ক ছড়ায়। খবর যায় পুলিশের কাছে। পরে ধীরে ধীরে পাশের ভাট্টা পারসুয়াল গ্রামে একটা খালের ধারে নেমে আসে সেটি। তারপরেই সেখানে যায় পুলিশ।
[আরও পড়ুন : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ করে খুন! এবার প্রশ্নের মুখে গুজরাটের আইনশৃঙ্খলা]
কাছে গেলে দেখা যায় সেটি আসলে একটি বেলুন। দেখতে অনেকটা অ্যাভেঞ্জার্সের আয়রন ম্যানের মতো। আর সেটা ফুলিয়ে আকাশে ছেড়ে দিয়েছিল কেউ। ঘটনা প্রসঙ্গে দানকউরের পুলিশ আধিকারিক অনিল কুমার পাণ্ডে বলেন, “একটি বেলুনে হাওয়া ভরে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে সেটি মাটিতে নেমে আসে। খালের ধারে সেটি পড়ে। ওই বেলুন আকাশে ওড়ার সময় অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন সেটি একটি ভিনগ্রহের প্রাণী।” ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, বেলুনটি সুপারি হিরো আয়রন ম্যানের মতো দেখতে। তেমনই রঙ করা। তাই দূর থেকে দেখে ভয় পেয়েছিল এলাকার বাসিন্দারা। তবে কে এই বেলুনটি আকাশে ছেড়েছে, তার হদিশ পুলিশ এখনও পায়নি।