shono
Advertisement

হামলার আগাম সতর্কবার্তা ছিল, ভয়াবহ নাশকতার পর স্বীকার শ্রীলঙ্কা পুলিশের

সন্দেহের তির এনটিজে, এলটিটিই-র দিকে৷ The post হামলার আগাম সতর্কবার্তা ছিল, ভয়াবহ নাশকতার পর স্বীকার শ্রীলঙ্কা পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Apr 21, 2019Updated: 05:59 PM Apr 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত ছিলই৷ ছিল আশঙ্কা এবং সতর্কবার্তা৷ সন্ত্রাসবাদীরা যে শ্রীলঙ্কার গির্জাগুলিকে টার্গেট করেছে, দিন দশেক আগেই শ্রীলঙ্কা পুলিশের কাছে এমন খবর ছিল৷ এক, দুটি চার্চে আত্মঘাতী হামলা বলে গোপন সূত্রে সতর্ক করা হয়েছিল গত ১১ তারিখ৷ সেইমতো শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর শীর্ষ পুলিশ কর্তাদের সতর্কও করেছিলেন৷ কিন্তু তারপরেও ঘটে গেল রবিবারের ভয়াবহ হামলা৷ 

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা]

গত ১১ তারিখ দেশের সমস্ত বড় থানাগুলিকে, বিশেষত রাজধানী কলম্বোকে সতর্কবার্তা জারি করা হয়েছিল এই মর্মে, ‘এক বিদেশি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এনটিজে নামে সন্ত্রাসবাদী গোষ্ঠী কয়েকটি বিখ্যাত গির্জায় আত্মঘাতী হামলা চালাতে পারে৷ কলম্বোর ভারতীয় দূতাবাসটিও তাদের টার্গেট৷’ এরপরও কীভাবে এতগুলো গির্জা, হোটেলে ঢুকে হামলা চালাল সন্ত্রাসবাদীরা? এই প্রশ্ন স্বভাবতই তোলপাড় ফেলেছে৷ প্রশ্ন উঠছে এনটিজে বা ন্যাশনাল তৌহিত জামাত কারা? জানা যাচ্ছে, এরা মুসলিম বিচ্ছিন্নতাবাদী দ্বারা প্রভাবিত একটি সংগঠন৷ এর আগে শ্রীলঙ্কা বৌদ্ধস্তূপগুলি ধ্বংসের জন্য এরা দায় স্বীকার করেছিল৷ কাজেই গির্জায় হামলা চালানো ইসলামিক আদর্শে বিশ্বাসী এনটিজে সন্দেহের তালিকায় একেবারে শীর্ষে থাকার কারণটি খুব স্পষ্ট৷

[ আরও পড়ুন : কয়েক ঘণ্টার ব্যবধানে শ্রীলঙ্কায় ফের জোড়া বিস্ফোরণ, নিহত বহু]

রবিবার অর্থাৎ ২১ এপ্রিল দিনটা কলম্বোর ইতিহাসে সত্যিই এক কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে৷ সকালে ধারাবাহিক বিস্ফোরণের পর দুপুরেও আরও দু’বার বিস্ফোরণ ঘটেছে শহরে৷ এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ৷ অনেকের সংশয়ের তির আবার ব্ল্যাক টাইগার বা কুখ্যাত এলটিটিই-র দিকেও৷ তার মূল কারণ, হামলার ধরন৷ ঠিক যে কায়দায় এলটিটিই সক্রিয় থাকার সময়ে আত্মঘাতী হামলা চালাত, সেভাবেই গির্জা এবং হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ তাহলে কি গৃহযুদ্ধ পরবর্তী ভারত মহাসাগরীয় দ্বীপে কড়া প্রশাসন থাকা সত্ত্বেও তলে তলে সক্রিয় রয়েছে ব্ল্যাক টাইগাররা? এই সংশয়ও দৃঢ় হচ্ছে৷ বলা হচ্ছে, রবিবার ইস্টারের প্রার্থনা চলাকালীন গির্জা এবং হোটেলগুলিতে ধারাবাহিক হামলা গৃহযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ নাশকতা৷ কলম্বো হামলার নেপথ্যে আসলে কারা, তা তো তদন্ত সাপেক্ষ৷ তবে সাম্প্রতিককালে এধরনের ঘটনা একটি মোক্ষম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে গোটা বিশ্বকেই৷ কেন জঙ্গি হামলার টার্গেটের শীর্ষে ধর্মীয় স্থান?  

The post হামলার আগাম সতর্কবার্তা ছিল, ভয়াবহ নাশকতার পর স্বীকার শ্রীলঙ্কা পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement