সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন, প্রশ্ন তুললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়।
পথের কাঁটা জো বাইডেন আগেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস সম্মেলনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "ও (কমলা হ্যারিস) ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। যখন ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখনই ওই বিষয়ে জানলাম। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?"
[আরও পড়ুন: বৃহস্পতিতে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে, ২৫ হাজারে উঠে ইতিহাস নিফটির]
নিজের বক্তব্যের সাফাই দিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট আরও বলেন, "আমি উভয় জাতি-সম্প্রদায়কেই সম্মান করি, কিন্তু ও করে না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ এতদিন ও ভারতীয় ছিল, হঠাৎ করেই কৃৃষ্ণাঙ্গ হয়ে গেল।" মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটদের দাবি, বর্ণ, জাতি ও সম্প্রদায় তুলে দলীয় প্রার্থী কমলাকে অপমান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজে জো বাইডেনের দপ্তরের তরফে ট্রাম্পের বক্তব্যকে 'অপমানজনক' বলা হয়েছে।