shono
Advertisement

বিশ্বে ভারতীয় নারীর জয়, তবু নাচবে চিয়ার লিডার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রজনীকান্ত বলেছেন, তিনি সিন্ধুর ফ্যান৷ সলমন খান বলছেন, সিন্ধুর সঙ্গে তাঁর যে একটা ছবি আছে ভেবেই তিনি গর্বিত৷ অমিতাভ বচ্চন বলছেন, এভাবে গর্বিত করার জন্য ধন্যবাদ সিন্ধু৷ তারকারা তো ছাড়, গোটা দেশ বলছে একই কথা৷ বলছে, আর ‘বেটি বাঁচাও’ বলে প্রচার করা নয়, এবার বেটিরাই দেশকে বাঁচাবে৷ মাত্র কটা দিন৷ খেলাটা যেন […] The post বিশ্বে ভারতীয় নারীর জয়, তবু নাচবে চিয়ার লিডার! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:38 PM Aug 20, 2016Updated: 01:14 PM Aug 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রজনীকান্ত বলেছেন, তিনি সিন্ধুর ফ্যান৷ সলমন খান বলছেন, সিন্ধুর সঙ্গে তাঁর যে একটা ছবি আছে ভেবেই তিনি গর্বিত৷ অমিতাভ বচ্চন বলছেন, এভাবে গর্বিত করার জন্য ধন্যবাদ সিন্ধু৷ তারকারা তো ছাড়, গোটা দেশ বলছে একই কথা৷ বলছে, আর ‘বেটি বাঁচাও’ বলে প্রচার করা নয়, এবার বেটিরাই দেশকে বাঁচাবে৷

Advertisement

মাত্র কটা দিন৷ খেলাটা যেন উল্টোদিকে ঘুরে গিয়েছে৷ অথচ এ দেশের ক্রীড়া সংস্কৃতি তো এমনটা নয়৷ এখানে ক্রিকেটার বল বাউন্ডারির বাইরে পাঠালে লাস্যময়ী ভঙ্গিতে নেচে ওঠেন চিয়ার লিডাররা৷ বলা বাহুল্য, তাঁরা কখনও পুরুষ হন না৷ খেলার সঙ্গে বিনোদন মিশিয়ে যে ককটেল ক্রীড়া সংস্কৃতি প্রমোট করে কর্পোরেট দুনিয়া, সেখানে নারীর ভূমিকা এই চটুল বিনোদনেই সীমাবদ্ধ৷ নাহ, যতই ক্রিকেট হোক, ঝুলন গোস্বামীদের নিয়ে এই দেশে কোনও আইপিএল হয় না৷ ফলত এদেশের ওলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডার দীপার নাম দীপিকা বলবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ শুধু সলমন খান কেন, আমরা ক’জনই বা জানতাম দীপা, সাক্ষীদের কথা! শোভা দে-র টুইট নিয়ে যতই জলঘোলা হোক না কেন, একের পর এক হারের মুখে দাঁড়িয়ে, আমরাও কি মনে মনে তেমন কথাই বলিনি? আসলে এটাই আমাদের অভ্যাস৷ দীপা কোথায় কীভাবে প্র্যাকটিস করতেন আমরা জানি না, সিন্ধুর কাছে তিনমাস তার ফোন ছিল কি না, তা আমরা জানতেও চাই না অথচ রণবীর-ক্যাটরিনা কতবার প্রেম নিয়ে লোফালুফি করেছেন তা আমাদের মুখস্থ৷ আসলে এটাই দস্তুর৷ কর্পোরেট সংস্কৃতিতে যেখানে পুঁজি, সেখানে বিজ্ঞাপন৷ ফলত তার প্রচার অনেক বেশি৷ কিন্তু সেই প্রচারের আলোও আসলে নারীকে পণ্যই করে তুলেছে৷ ‘কালা চশমা’র নাচ আর চিয়ার লিডারের শরীরি ভঙ্গির মধ্যে স্ট্যাটাসের তফাত থাকতে পারে, মূলগত উদ্দেশ্য কিন্তু একই৷

এহেন সংস্কৃতিতে বিগত কয়েকদিনে যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন দীপা, সাক্ষী, সিন্ধুরা৷ একটি চলতি ব্যবস্থার ভরকেন্দ্র যেন তাঁরা উল্টোদিকে ঘুরিয়ে দিতে পেরেছেন৷ যেখানে ক্রিকেট তারকা থেকে রুপোলি দুনিয়ার অধিবাসীরা এক কথায় কুর্নিশ জানাচ্ছেন ভারতীয় নারীশক্তিকে৷ বলছেন, আর বেটি বাঁচাও নয়, এবার বেটিরাই বাঁচাবেন দেশকে৷ সে তো চিরকালই এ দেশ আওড়ে এসেছে, শক্তিরূপেণ সংস্থিতা৷ আবার এদেশেই মরতে হয়েছে নির্ভয়াকে৷ তবে কি সত্যি সেই দিনে বদল এনে দিতে পারলেন দীপা, সিন্ধুরা? সন্দেহ নেই ক্রিকেটের গ্ল্যামার থেকে তাঁরা দেশবাসীর মুখ ঘুরিয়ে দিতে পেরেছেন৷ যে ক্রীড়া সংস্কৃতি বিনোদনের মোহে ভুলিয়ে দেয় খেলার সৌন্দর্য, সেখানে দাঁড়িয়ে এরা দেখিয়ে দিতে পেরেছেন, দীপার ভোল্টের ওই সৌন্দর্য কিংবা সিন্ধুর স্ম্যাশের কাছে কর্পোরেট প্রোমোটেড বিনোদনও নতজানু৷ এটাই তাঁদের কৃতিত্ব৷ আর আজ তাই সাক্ষীর পদক শুধু হরিয়ানায় কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে থাপ্পড় নয়, থাপ্পড় এই নারীকে পণ্য করে তোলা সংস্কৃতির বিরুদ্ধেও৷

এঁদের নিয়েও কম কথা হয়নি৷ দীপার পোশাক, সাক্ষীর শরীর নিয়ে নোংরা মন্তব্য ছেয়েছে সোশ্যাল মিডিয়া৷ কিন্তু এবার পাল্টাহাওয়ায তাতে থাপ্পড় কষিয়েছেন বাকি দেশবাসী৷ প্রশ্ন হল, এসব আমরা কতদিন মনে রাখতে পারব? এই উদ্বেল হওয়া, নারীদের জন্য এই সম্মান কি আদৌ আমরা সঙ্গী করে ধরে রাখতে পারব? নাকি উচ্ছ্বাস থিতিয়ে গেলে আবার পণ্য-সভ্যতা তার দান চালবে, আর আমাদের চোখের সামনে রঙিন টিভি উছলে উঠবে চিয়ার লিডারের শরীরে লাস্যময়ী ভঙ্গি৷ আমাদের বিনোদনের পাত্রে চলকে ছলকে উঠবে আইটেম ডান্স৷ তুমুল কর্পোরেট বিপণনের ভিতর দাঁড়িয়েও দীপা, সাক্ষী, সিন্ধুরা ভারতীয় নারীশক্তিকে যে উচ্চতা ও মর্যাদায় তুলে নিয়ে গেল, আমরা তা ধরে রাখতে পারব, নাকি ভেসে যাব পণ্য-সভ্যতার উসকানিতে? ওঁরা তো বিশ্বের আসরে আমাদের মান রাখলেন, আমরা বিশ্বের সামনে ওঁদের মুখ রাখতে পারবো তো!

The post বিশ্বে ভারতীয় নারীর জয়, তবু নাচবে চিয়ার লিডার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement