সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশান কিষাণের (Ishan Kishan) হলটা কী? নিজের নাম ভুল বলছেন। ভুল বলছেন নিজের বয়সও। এমনকি বিরাট কোহলি ও রোহিত শর্মা কোন খেলাটা খেলেন সেটাও ভুল বলছেন। এত পর্যন্ত পড়ার পরে কেউ যদি মনে করেন ঈশান কিষাণের মাথার ব্যামো হয়েছে, তা হলে আপনি ভুল ভাবছেন।
আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) তরফ থেকে একটি খেলার আয়োজন করেছে। এটাকে খেলা বলাই ভালো। কারণ যা প্রশ্ন করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে তাঁকে ভুল উত্তর দিতে হবে। এই খেলার এটাই শর্ত। সেই কারণেই এক সাক্ষাৎকারে ঈশান কিষাণ সব প্রশ্নেরই ভুল উত্তর দিয়েছেন। প্রশ্ন ও উত্তরের নমুনা দেওয়া হল-
[আরও পড়ুন: একদিনের ক্রিকেটেও অনায়াসে পারফর্ম করবেন রিঙ্কু! দাবি তাঁর কোচের]
-তোমার নাম কী?
-ভিভিএস লক্ষ্মণ
-তোমার বয়স কত?
-৮২
-তুমি কোন ভাষায় কথা বলো?
-স্প্যানিশ
-তুমি কোন খেলা খেলো?
-ফুটবল
-সূর্যকুমার যাদব কে?
-উইকেট কিপার, বোলার
-বিরাট কোহলি ও রোহিত শর্মা কোন খেলা খেলেন?
-খো খো
-তোমার চুলের রং কী?
-কমলা
-২০২৩ সালের বিশ্বকাপ আয়োজন করেছে কোন দেশ?
-ব্রাজিল
এরকমই সব মজার জবাব দিয়েছেন ঈশান কিষাণ। তাঁর সাক্ষাৎকারের সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো ছন্দে রয়েছেন ঈশান কিষাণ। দুটো টি-টোয়েন্টিতে পর পর অর্ধশতরান করেছেন তিনি।