সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদি কি খতম? আইএস প্রধানের মৃত্যুকে ঘিরে এখনও রহস্যের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মহল৷ এরই মধ্যে প্রকাশিত হয়েছে তার এক ছেলে হুদায়ফাহ আল বাদরির মৃত্যুর খবর৷ জানা গিয়েছে, সিরিয়ার হোমস শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে এক অভিযান চলাকালীন মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আনে আইএসের নিজস্ব সংবাদ সংস্থা আমাক৷ সঙ্গে তারা প্রকাশ্যে এনেছে কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা আইএস প্রধানের ছেলের ছবি৷ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে আইএস বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছিল স্থানীয় মানুষজন৷ সেখানে হামলা চালাতে গিয়েই মৃত্যু হয়েছে আল বাদরির৷
[নেশার টাকায় না, মা-ভাইকে কুপিয়ে খুন করল দশম শ্রেণির পড়ুয়া]
গত বছরের ১৬ জুন সিরিয়ার রাকা প্রদেশে অভিযান চালিয়েছিল রুশ সেনা৷ তাদের বোমারু বিমান হামলায় মৃত্যু হয়েছিল আইএস প্রধানের৷ এমনই খবর ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে৷ তবে খবরের সত্যতা নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ তবে ২৯ জুন রাশিয়া জানিয়েছিল, বাগদাদির মৃত্যুর বিষয়ে তারা একশো শতাংশ নিশ্চিত৷ অবশেষে, এই খবরের সত্যতা নিশ্চিত করেছিল আইএস৷
[মার্কিন মুলুকে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ড্রাগ ‘ট্রাম্প পিল’, উদ্ধার করল পুলিশ]
২০১৪-তে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। মসুলের একটি মসজিদ থেকে খেলাফতের নামে সন্ত্রাসবাদীদের বক্তৃতা দিতে শোনা গিয়েছিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে৷ তারপর থেকে সিরিয়া, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ এবং আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে একাধিক নাশকতা চালিয়ে গিয়েছে আইএস৷ বাগদাদিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীও ঘোষণা করে আমেরিকা৷ তার মাথার দাম ধার্য করা হয় ২৫ মিলিয়ন মার্কিন ডলার৷
The post জঙ্গি বিরোধী অভিযানে সিরিয়ায় খতম আইএস প্রধান বাগদাদির ছেলে appeared first on Sangbad Pratidin.