shono
Advertisement

Breaking News

আত্মঘাতী গাড়ি বোমায় শিশু ও পঙ্গুদের ব্যবহার করছে আইএস

মসুল বিমানবন্দর দখল করেছে ইরাকি সেনা। The post আত্মঘাতী গাড়ি বোমায় শিশু ও পঙ্গুদের ব্যবহার করছে আইএস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Feb 24, 2017Updated: 12:30 PM Feb 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের বর্বরতায় স্বয়ং শয়তানও লজ্জিত। সম্প্রতি, উঠে এসেছে  এমন এক চাঞ্চল্যকর তথ্য যা চরম লজ্জিত করেছে মানবতাকে। গাড়িবোমায় জোর করে শিশু ও প্রতিবন্ধীদের ব্যাবহার করছে আইএস। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্টের এক সেনা কর্তা।

Advertisement

‘নমস্তে গ্যাং’-এর আতঙ্কে ত্রস্ত রাজধানী

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে লড়াই করছে আন্তর্জাতিক যৌথ বাহিনী। একের পর এক ঘাঁটি হারিয়ে কোনঠাসা ওই জঙ্গিগোষ্ঠী। তাই এবার ইরাকি সেনা ও যৌথবাহিনীকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা করছে জেহাদিরা। এবং জোর করে শিশু ও প্রতিবন্ধীদের বাধ্য করা হচ্ছে বিস্ফোরক বোঝাই গাড়িগুলি চালিয়ে আত্মঘাতী হামলা করতে।

কাশ্মীরে অশান্তির পিছনে ইসলামিক স্টেট

আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বায়ুসেনার ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট ইজলার জানিয়েছেন যে, গাড়িবোমাগুলিতে চেন দিয়ে বেধে দেওয়া হয় শিশু ও প্রতিবন্ধীদের। আত্মঘাতী হামলায় বাধ্য করা হয় তাদের। মূলত ইরাকের মসুল শহরেই এই পন্থা অবলম্বন করেছে আইএস জঙ্গিরা। গতবছর, ইসলামিক স্টেটের কব্জা থেকে মসুলকে মুক্ত করতে অভিযান শুরু করেছিল ইরাকি সেনা। তারপরই ক্রমাগত জমি হারাতে শুরু করে আইএস জঙ্গিরা। গতকাল মসুল বিমানবন্দর দখল করেছে ইরাকি সেনা। তাই সম্মুখসমর এড়িয়ে এই আত্মঘাতী হানার পন্থা নিয়েছে ইসলামিক  স্টেট।

১৫০ জন ভারতীয়র ‘কিল লিস্ট’ বানাল আইএস জঙ্গিরা

The post আত্মঘাতী গাড়ি বোমায় শিশু ও পঙ্গুদের ব্যবহার করছে আইএস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement