সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইসিসকে পালমাইরা থেকে হঠিয়ে দিল রুশ বায়ুসেনা৷ ফের দখল করেও নিজেদের পালমাইরাকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে পারল না আইসিস জঙ্গিরা৷ শনিবার রাতে সিরিয়ার এই প্রাচীন শহরে ফের ঢুকে পড়ে জঙ্গিরা৷ এভাবেই ফের একবার নিজেদের অস্তিত্ব সিরিয়া সরকারকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করে তারা৷ তিনদিন ধরে টানা লড়াইয়ের পর সিরিয়ার সেনাকে হারিয়ে তারা পালমাইরায় ঢোকে৷ তবে সে গুড়ে বালি৷ সেখান থেকে তাদের ফের মেরে ভাগালো রুশ বায়ু সেনা৷
গত ১০ মাস আগেই এই প্রাচীন শহরকে জঙ্গি মুক্ত করেছিল সিরিয়া৷ গত মার্চে রুশ সেনার ড্রোন হামলা ও সিরিয়া সেনার লাগাতার প্রচেষ্টা পালমাইরাকে আইসিস মুক্ত করে৷ যা সিরিয়া সরকারের কাছে বড় সাফল্য ছিল৷ শনিবার গোটা শহরের অধিকাংশ ইসলামিক স্টেট অফ ইরাক ও সিরিয়ার জঙ্গিদের দখলে চলে যাওয়ার পর প্রথমে মনে হয়েছিল সব প্রচেষ্টা বিফলে গেল৷ সিরিয়া বেশ কিছু সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন, জঙ্গিরা শহরে লুঠপাট চালিয়ে অস্ত্র সংগ্রহ করেছে৷ কিন্তু না, ঐতিহাসিক পালমাইরাকে আর আইসিসদের হাতে নষ্ট হতে দিল না রুশ ও সি রিয়া সেনা৷ এর আগে রোমান সভ্যতার ঐতিহ্যবাহী এই শহরের বহু নির্দশন ধ্বংস করে এই কুখ্যাত জঙ্গিরা৷ যে স্থাপত্যগুলি ঐতিহাসিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আইসিস বিতারণের পর ধ্বংসস্তূপে পড়ে থাকা ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করার চেষ্টা চালাচ্ছিল সিরিয়া সরকার৷ কিছুদিন আগে ইরাকের মসুল শহরকেও আইসিস দখল মুক্ত করেছে ইরাকি সেনা৷
The post ফের আইসিসদের পালমাইরা থেকে হঠালো রুশ বায়ুসেনা appeared first on Sangbad Pratidin.