shono
Advertisement

Breaking News

জেহাদিদের হাতেই খতম ইসলামিক স্টেটের প্রধান, এবার কার হাতে সংগঠনের রাশ?

ইসলামিক স্টেট সংগঠনের তরফেই খবরটি জানানো হয়েছে।
Posted: 09:33 AM Aug 05, 2023Updated: 09:33 AM Aug 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের শীর্ষনেতা আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি। ৩ আগস্ট উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। ইসলামিক স্টেট সংগঠনের তরফেই খবরটি জানানো হয়েছে। শুধু তাই নয়, নতুন প্রধানের নামও ঘোষণা করেছে আইএস।

Advertisement

ইসলামিক স্টেটের (Islamic State) নতুন প্রধান হিসাবে ঘোষণা করা হয়েছে আবু হাফস আল-হাশিমি আল-কুরেশির নাম। আইএস প্রতিষ্ঠা হওয়ার আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি ছিল পঞ্চম শীর্ষনেতা। তাঁর মৃত্যুর খবর এর আগেও প্রকাশ্যে এসেছিল। চলতি বছরের এপ্রিল মাসে ইসলামিক স্টেটের শীর্ষনেতার মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। যদিও সেই সময় এরদোগানের দাবি নস্যাৎ করা হয়েছিল জঙ্গি সংগঠনের তরফে।

[আরও পড়ুন: তাঁকে অভিযুক্ত করা আমেরিকার জন্য দুঃখের! নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দাবি ট্রাম্পের]

বলে রাখা ভাল, দীর্ঘদিন ধরেই সিরিয়ার সুন্নি জঙ্গি সংগঠন তাহরির আল-শামের সঙ্গে আধিপত্যের লড়াই চলছে ইসলামিক স্টেটের। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তাহরির। এক সময় আল কায়দার শাখা সংগঠন হয়ে থাকলেও, ২০১৬ সালে পৃথক পথে চলতে শুরু করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় নিজেদের রাশ মজবুত করেছে তাহরির আল-শাম। নিজের এলাকায় ইসলামিক স্টেটকে কড়া নিয়ন্ত্রণে রেখেছে তারা।

প্রসঙ্গত, গত বছর সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ফৌজের এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। তারপরই আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি। তার মৃত্যুর পর দলের রাশ ধরে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি।

উল্লেখ্য, ২০১৯ সালে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর গোপন অভিযানে খতম হয় আইএসের প্রথম সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদির। ২০১৭ সেলে ইরাকে পরাজিত হয় ইসলামিক স্টেট। তবে হারলেও এখনও যথেষ্ট শক্তি ধরে সংগঠনটি।

[আরও পড়ুন: সমস্যা মেটাতে আলোচনায় বসুক ভারত-পাকিস্তান, পরামর্শ আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement