এটিকে মোহনবাগান: ৩ (লিস্টন, বুমোস ২)
নর্থইস্ট ইউনাইটেড: ২ (সুহের, মাশুর শেরিফ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ বদলাতেই ভাগ্য বদলাল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। চার ম্যাচ পরে জয়ে ফিরল সবুজ-মেরুন শিবির। নর্থ-ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জিতলে রয় কৃষ্ণ, লিস্টেন কোলাসোরা।
শেষবার জয় এসেছিল ডার্বি ম্যাচে। তারপর ক্লাবের উপর দিয়ে কম ঝড়ঝঞ্ঝা বয়ে যায়নি। পরপর চার ম্যাচে জয় আসেনি। বদলে গিয়েছে ক্লাবের দীর্ঘদিনের কোচ। অ্যান্তনিয় লোপেজ হাবার, যিনি কিনা আইএসএলের (ISL 2021) অন্যতম সেরা কোচ, তিনি ইস্তফা দিয়েছেন। নতুন কোচ ফেরান্দো এখনও পুরোপুরি ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্বও সেরে উঠতে পারেননি। এসবের মধ্যেই নর্থ-ইস্টের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিল সবুজ-মেরুন শিবির।
[আরও পড়ুন: ISL 2021: কোচ বদলেই ভাগ্য বদল, হাবাস পরবর্তী জমানার প্রথম ম্যাচেই জয় এটিকে মোহনবাগানের]
হাবাস (Antonio Habas) জমানার শেষদিকে ঠিক যে জিনিসটার অভাব বোধ করছিলেন সবুজ-মেরুন সমর্থকরা, সেটাই যেন এদিন দেখা গেল রয় কৃষ্ণদের খেলায়। ঝকঝকে আক্রমণাত্মক ফুটবল। এদিন গোটা ম্যাচে কুড়িটির বেশি শট নিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। শুধু তাই নয়, পিছিয়ে পড়েও জেতা, যেটা হাবাস জমানার শেষদিকে ভুলে যেতে বসেছিল সবুজ-মেরুন শিবির সেটাও এদিন দেখা গেল। ম্যাচের শুরুতে ২ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধের শেষপর্যন্ত সেই গোল শোধের কম চেষ্টা করেনি এটিকে মোহনবাগান। কিন্তু সাফল্য আসে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে লিস্টন কোলাসোর দুরন্ত হেডারে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
[আরও পড়ুন: আইএসএলের দ্বিতীয় পর্বের ক্রীড়াসূচি প্রকাশিত, কবে হবে ফিরতি ডার্বি?]
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে হুগো বুমোসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। তারপর থেকেই দাপট শুরু হয় এটিকে মোহনবাগানের। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বুমোস। সবুজ-মেরুন এগিয়ে যায় ৩-১ গোলে। একটা সময় মনে হচ্ছিল এটাই খেলার ফলাফল হতে চলেছে। কিন্তু শেষপর্যন্ত খেলার গতির বিপরীতে গিয়ে ৮৭ মিনিটে একটি গোল শোধ করে দেয় নর্থইস্ট। খেলা শেষ হয় ৩-২ গোলে।