shono
Advertisement
East Bengal

হেক্টরকে ছাড়াই চেন্নাইয়িনের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ডিফেন্স নিয়ে চাপে ব্রুজো

একটা বিষয় কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। ফুটবলারদের হঠাৎ হঠাৎ চোট পাওয়া।
Published By: Subhajit MandalPosted: 01:23 PM Dec 07, 2024Updated: 04:10 PM Dec 07, 2024

স্টাফ রিপোর্টার: ইস্টবেঙ্গল কোচ হিসাবে অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফুটবলারদের শারীরিক এবং মানসিক অবস্থা। এই বিষয়ে যে বদল এসেছে অনেকটাই, তা বোঝা গিয়েছে শেষ কয়েক ম্যাচে। আবার আইএসএলে টানা হারের ধাক্কা কাটিয়ে শেষ দু’ম্যাচে চার পয়েন্টও এসেছে লাল-হলুদের ঝুলিতে।
তবে একটা বিষয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। ফুটবলারদের হঠাৎ হঠাৎ চোট পাওয়া। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে যেমন চোটের জন্য নেই হেক্টর ইউস্তে। থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে কলকাতা ফিরেই দেশে ডাক্তার দেখাতে চলে যান এই স্প্যানিশ ডিফেন্ডার। ফিট হয়ে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পুরো ম্যাচই খেলেন। এমনকি শুক্রবার সকালে দলের অনুশীলনেও ছিলেন হেক্টর। তবে এদিন বিকালে তাঁকে ছাড়াই চেন্নাই উড়ে গেল দল। এমনিতেই কার্ড সমস্যায় নেই লালচুনুঙ্গা। নিশু কুমার, মার্ক জোথানপুইয়ারা এখনও ফিট নন। এমন অবস্থায় হেক্টরের অনুপস্থিতি ভাবনা বাড়াবে কোচ অস্কারের। চেন্নাইয়িনের বিরুদ্ধে দুই সেন্টার ব্যাক আনোয়ার আলি এবং হিজাজি মাহেরের দু’দিকে খেলবেন মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকড়া। এই চারজন ছাড়া তেমন কোনও ডিফেন্ডারই নেই অস্কারের হাতে! তবে শেষ দু’ম্যাচে গোল না খাওয়ার পরিসংখ্যান স্বস্তি দেবে তাঁকে।
পাশাপাশি আক্রমণে সেভাবে ঝড় তুলতে না পারলেও দিমিত্রিয়স দিয়ামান্তাকস এবং মাদিহ তালালের বোঝাপড়া অনেকটাই জমাট বেঁধেছে। তার উপর কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন নন্দকুমার এবং মহেশ সিং। যদিও নিজের শহরে নন্দের শুরু থেকে খেলার সম্ভাবনা কম। বরং শেষ ম্যাচে ভালো খেলা পিভি বিষ্ণুর উপরেই ভরসা রাখছেন অস্কার। জিকসন সিংয়ের পরিবর্তে মহেশ অবশ্য শুরু থেকে খেলতে পারেন। তবে নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়িন কোচ ওয়েন কয়েলের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দীর্ঘক্ষণ ভাঙতে পারেনি মোহনবাগানের মতো দলও। যে দৃশ্য গ্যালারিতে বসে দেখেছেন অস্কার। প্রতিপক্ষ কোচের প্রশংসা করে তিনি বলেছেন, “ওয়েন আইএসএলের সেরা তিন কোচের একজন। মোহনবাগানের বিরুদ্ধে ওঁর দলের খেলা দেখেছি। চেন্নাইয়িনের বিরুদ্ধে বলের দখল হারালে চলবে না। পাশাপাশি ওদের সেট-পিসে সুযোগ দিলেও চাপ বাড়বে আমাদের।”
ঘূর্ণিঝড়ের পর এখন চেন্নাইয়ে বিকালের দিকে বেশ গরম থাকছে, সঙ্গে আদ্রতাও। এই আবহে বিকাল পাঁচটা থেকে ম্যাচ খেলা সহজ নয়। তাছাড়া চেন্নাইয়িনের সঙ্গে শেষ সাক্ষাতে জিতলেও আইএসএলে চেন্নাই থেকে এখনও পুরো পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি লাল-হলুদ। শনিবার বিকালে সেই পরিসংখ্যান বদল করাই চ্যালেঞ্জ সল ক্রেসপোদের।

Advertisement

আজ আইএসএলে চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
বিকাল ৫.০০, চেন্নাই
স্টার স্পোর্টস এবং স্পোর্টস ১৮-এ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইস্টবেঙ্গল কোচ হিসাবে অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনেছেন।
  • তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফুটবলারদের শারীরিক এবং মানসিক অবস্থা।
  • এই বিষয়ে যে বদল এসেছে অনেকটাই, তা বোঝা গিয়েছে শেষ কয়েক ম্যাচে।
Advertisement