shono
Advertisement

মহাষ্টমীতে দিল্লিকে হারিয়ে দুঃসময় ঘোচাতে মরিয়া এটিকে

প্রবল চাপে কোচ স্টিভ কপেল। The post মহাষ্টমীতে দিল্লিকে হারিয়ে দুঃসময় ঘোচাতে মরিয়া এটিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 PM Oct 17, 2018Updated: 01:18 PM Oct 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর কলকাতা যখন মেতে উঠেছে আনন্দ উৎসবে, ঠিক সেই সময় নিজেদের দুঃসময় কাটাতে পরীক্ষায় বসতে হচ্ছে এটিকে-কে। যদিও ঘরের মাঠে নয়। দিল্লিতে। গত চার বছরের আইএসএল ইতিহাসে এমন সময় এটিকের সামনে আসেনি। ঘরের মাটিতে দুটি  ম্যাচ খেলার পরেও যাদের পয়েন্টের খাতায় শূন্য। গোল সংখ্যাও শূন্য। বোঝাই যাচ্ছে দিল্লিতে নামার আগে কতটা চাপে এটিকে।

Advertisement

[মেসির অনুপস্থিতিতে বাজিমাত নেইমারদের, প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল]

‘আসলে আমরা এখন সামনের দিকে তাকাতে চাইছি। জানি আমরা শেষ ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারিনি। প্রথম ৩০ মিনিটের মধ্যে দশ জন হয়ে যাওয়াটাই আমাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। ১১ জনের বিরুদ্ধে ১০ জন খেলা সবসময় কঠিন হয়। যাই হোক, আমরা আশা করছি এবার ভালো কিছুই হবে।’ জানিয়েছেন এটিকে কোচ স্টিভ কপেল। চাপের মুখে এটিকের বিপক্ষে যাচ্ছে পরিসংখ্যানও। কারণ অ্যাওয়ে ম্যাচে কলকাতার রেকর্ড মোটেই সন্তোষজনক নয়।

দিল্লি আবার নিজেদের মাঠে বেশ ভাল পারফর্ম করে। দিল্লি এই মুহূর্তে পরপর ছটি ম্যাচে অপরাজিত । যারা বিপক্ষের বিরুদ্ধে ১৫টি গোল করেছে। এবং গোল হজম করেছে মাত্র ৮টি। বোঝাই যাচ্ছে লাঞ্জা, কালুদের সাথে জিয়ান্নিদের একটা মরণপণ লড়াই অপেক্ষা করছে। স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ নিয়ে শুরু করছে দিল্লি। কোচ গোম্বাউ-এর কথাতেও ফুটে উঠছে সেই আত্মবিশ্বাস। ‘শেষ ম্যাচ খেলার পর আমরা ঠিক দু-সপ্তাহ বিশ্রাম পেয়েছি। আর এই সময়টা এই ম্যাচের জন্যেই প্রস্তুতি নিয়েছি। বেশ কিছু ফুটবলার আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্যে বাইরে ছিল। যাই হোক আমরা এখন প্রস্তুত।’

[দুর্দান্ত রক্ষণ, এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে চিনকে রুখে দিল ভারত]

এসব অস্বস্তির মধ্যে আবার কপেলের চিন্তার কারণ সেনা রালতের না থাকা। কারণ নর্থইস্টের বিরুদ্ধে লালকার্ড দেখেছিলেন তিনি। তাই বাঁদিকটা বেশ ভাবাচ্ছে এটিকের কোচকে। প্রথম দুটি ম্যাচে সেভাবে আক্রমণভাগের ফুটবলারদের মধ্যেও রসায়ন চোখে পড়েনি, যার ফলে দানা বাঁধছে না আক্রমণ। সুযোগ তৈরি হচ্ছে হাতে গোনা, দিল্লির বিরুদ্ধে সেই সংখ্যাটা বাড়াতে চাইবেন কোচ কপেল।

The post মহাষ্টমীতে দিল্লিকে হারিয়ে দুঃসময় ঘোচাতে মরিয়া এটিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement