shono
Advertisement

জীবিত বাগদাদের বিভীষিকা বাগদাদি! ভিডিও বার্তায় শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার

২০১৪ সালের পর এই প্রথম দেখা গেল বাগদাদিকে৷ The post জীবিত বাগদাদের বিভীষিকা বাগদাদি! ভিডিও বার্তায় শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Apr 30, 2019Updated: 09:58 AM Apr 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচ বছর পর ফের দেখা গেল ইসলামিক স্টেট প্রধান আবু-বকর আল বাগদাদিকে৷ সোমবার একটি ভিডিও প্রকাশ করে আইএস জঙ্গিগোষ্ঠী৷ মৃত্যুর জল্পনা উড়িয়ে সেখানেই দেখা মেলে ওই কুখ্যাত জঙ্গিনেতার৷ ভিডিওয় বাগদাদি বলে, খিলাফতের উপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ 

Advertisement

[জঙ্গি শনাক্তকরণে সুবিধার জন্য বোরখা নিষিদ্ধ শ্রীলঙ্কায়, সিদ্ধান্ত ঘিরে সমালোচনা]

একদা বাগদাদির ভয়ে কাঁটা ছিল ইরাকের রাজধানী বাগদাদ৷ প্রাচীন শহরটিকে খিলাফতের রাজধানী করার কথাও বলেছিল আইএস প্রধান৷ তবে আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক সেনার চাপে ইরাক ও সিরিয়া দু’দেশেই পরাজিত হয় ‘দায়েশ’ বা ইসলামিক স্টেট৷ তারপরই যেন আরও মরিয়া হয়ে উঠেছে সংগঠনটি৷ সরাসরি লড়াইয়ে প্রবল মার খেয়ে এবার নিরীহ মানুষকে নিশানা করেই নিজেদের শক্তিপ্রদর্শন করছে৷ 

সোমবার, বাগদাদির একটি ভিডিও প্রকাশ করে আল-ফারকান মিডিয়া৷ তারপরই টুইটারে ছড়িয়ে পড়ে সেটি৷ ওই ভিডিওয় দেখা যাচ্ছে, বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে বসে হাঁটু মুড়ে বসে রয়েছে বাগদাদি৷ তার পাশে রয়েছে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল৷ ভিডিওটিতে বাগদাদি দাবি করেছে যে খিলাফতের উপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে৷ সিরিয়ায় ইসলামিক স্টেটের শেষ ঘাঁটি বাঘউজ হাতছাড়া হওয়ায় এই হামলা করা হয়েছে৷ 

[চাপে পড়ে দেশের মাটিতে জঙ্গিদের অস্তিত্ব মানল পাকিস্তান]

২০১৪ সালের পর এই প্রথম দেখা গেল বাগদাদিকে৷ ২০১৫ সালে মার্কিন বিমান হামলায় গুরুতর জখম হয় আইএস প্রধান৷ ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর৷ তবে এদিনের ভিডিওয় সাফ বোঝা যাচ্ছে যে এখনও বেঁচে একদা বাগদাদের বিভীষিকা বাগদাদি৷ উল্লেখ্য, ২০০৬ সালে ‘আইএসআই’ বা ‘ইসলামিক স্টেট অফ ইরাক’ নাম গ্রহণ করে এই জঙ্গিগোষ্ঠী৷ ইরাকে সাদ্দাম হুসেনের পতনের পর থেকেই রাজধানী বাগদাদে নাশকতা চালাতে শুরু করে দলটি৷ তবে মার্কিন সেনার পালটা হামলায় বাগদাদ ছাড়তে বাধ্য হয় তারা৷ কিন্তু কয়েকদিনের মধ্যে মসুলে শক্তি সংগ্রহ করতে নেমে পড়ে ‘আইএস’৷ ২০১০ সালে সংগঠনের রাশ ধরে কুখ্যাত জঙ্গি আবু বকর আল-বাগদাদি৷ দু’বছরের মধ্যেই সিরিয়ায় ‘জাভাত আল-নুসরা’ নাম নিয়ে উপস্থিতি জানান দেয় সংগঠনটি৷ তারপর ‘আইএসআই’ ও ‘আল নুসরা’ মিলে গঠন করা হয় ‘ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া’ বা আইএসআইএস৷                                

 

The post জীবিত বাগদাদের বিভীষিকা বাগদাদি! ভিডিও বার্তায় শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement