সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনি (Palestine) সেনার উপর নজরদারি চালাতে এবার গরুদের ব্যবহার করছে ইজরায়েল (Israel)। জানা গিয়েছে, চর হিসাবে প্যালেস্টাইনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অনুমান, বিশেষ প্রশিক্ষণ দিয়েই সীমান্ত পার করে প্যালেস্টাইনের মাটিতে গরুগুলিকে পাঠান হয়েছে। প্যালেস্টাইনের সংবাদপত্রের সূত্রেই এই খবর জানা গিয়েছে। তবে দুই দেশের তরফে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
ঠিক কী ঘটছে প্যালেস্টাইন সীমান্তে? স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক গরু গ্রামে ঢুকে আসছে। তাদের গলায় বেশ বড় ঘণ্টা বাঁধা থাকছে। তবে সেই ঘণ্টা আসলে রেকর্ড করার যন্ত্র। নানা জায়গায় ঘুরে সেই অঞ্চলের যাবতীয় কথোপকথন রেকর্ড করা হচ্ছে। কিছু গরুর শরীরে গোপন ক্যামেরাও বসিয়ে দিচ্ছে ইজরায়েল প্রশাসন। ফলে সীমান্ত এলাকায় যা ঘটছে, গরুর মাধ্যমে সমস্ত তথ্যই চলে যাচ্ছে ইজরায়েলের হাতে। এক কথায়, প্রশিক্ষণপ্রাপ্ত চরের মতোই কাজ করছে এই গরুর পাল।
[আরও পড়ুন: পড়াশোনা চালাতে বিড়ি বাঁধতেন, কেরলের সুরেন্দ্রনই এখন মার্কিন আদালতের বিচারক]
শুধুই চরবৃত্তি নয়, প্যালেস্টাইনের সাধারণ মানুষের ক্ষতি করছে এই গরুগুলি। স্থানীয়দের অভিযোগ, গরুর পাল ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছে। এমনকি, চাষের জমি লক্ষ্য করেই গরুদের পাঠাচ্ছে ইজরায়েল, এমন অভিযোগও করেছেন প্যালেস্টাইনের সীমান্ত এলাকার গ্রামের বাসিন্দারা। প্রসঙ্গত, আগেও প্রাণীদের ব্যবহার করে প্যালেস্টাইনে সাধারণ মানুষের ক্ষতি করার অভিযোগ উঠেছিল ইজরায়েলের বিরুদ্ধে। বিষাক্ত ইঁদুর ছেড়ে দিয়ে তাণ্ডব চালানোর ঘটনা শোনা গিয়েছিল।
প্যালেস্টাইনের সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও সেখানকার প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি। অন্যদিকে, এই বিষয়টিকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেছে ইজরায়েলের সংবাদপত্রগুলি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চলছে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব। একাধিকবার আগ্রাসনের অভিযোগ উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। তবে আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েও নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় দেশটি।