সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগারো দিনে পা রেখেছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস বনাম ইজরায়েলের লড়াই। মঙ্গলবার এই লড়াইয়ে বড় সাফল্য পেল তেল আভিভ। ইজরায়েলি বিমানের হানায় গাজা ভূখণ্ডে খতম হামাসের শীর্ষ জঙ্গি নেতা আয়মান নোফাল। হামাসের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
জানা যাচ্ছে, এদিন গাজা ভূখণ্ডের বুরেইজ শিবিরে লাগাতার বোমা হামলা করে ইজরায়েলের (Israel) বিমান। আর তারই ফলশ্রুতি আয়মান ওরফে আবু মহম্মদের মৃত্যু। এদিকে এই মুহূর্তে তেল আভিভে থাকা মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, বুধবার যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
[আরও পড়ুন: ‘বন্ধু’ জিনপিংয়ের আমন্ত্রণে চিনে পৌঁছলেন পুতিন, ‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলনে নজর ভারতের]
উল্লেখ্য, ইজরায়েলের বুকে সুন্নি জঙ্গি গোষ্ঠী হামাসের (Hamas) বেনজির হামলার পর গাজায় আক্রমণ করেছে ইহুদি দেশটির সেনা। প্রাণ হারিয়েছেন গাজা ভূখণ্ডের হাজারের উপর মানুষ। পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। এই পরিস্থিতিতে বাইডেনের ইজরায়েল সফর যে তাৎপর্যপূর্ণ, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
কেননা ইজরায়েলের হামলার ছক নিয়ে কিছুটা বিরোধী সুরই শোনা গিয়েছে বাইডেনের (Joe Biden) গলায়। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ”বড় ভুল হবে।” সেইসঙ্গে বললেন, “হামাস বাহিনী কট্টরপন্থী, কিন্তু সমস্ত প্যালেস্তিনীয়ের পরিচয় হামাস নয়। তা মনে রাখতে হবে।”