সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের নাগরিকরা এবার কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন আমেরিকায়। তবে সর্বোচ্চ ৯০ দিনের জন্য। হামাসের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশটির নাগরিকদের জন্য এই সুখবর দিল মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তথা ডিএইচএস।
গত মাসেই বাইডেন প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ভিসা ওয়েবার প্রোগ্রামে আওতায় নিয়ে আসা হচ্ছে ইজরায়েলকে। আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন ঘোষণা আমেরিকার (US)। যাঁদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে তাঁরাই আবেদন করতে পারবেন। অন্যথায় অবশ্য ভিসার জন্য আবেদন করতে হবে।
[আরও পড়ুন: চিনের সঙ্গে আরও গভীর বন্ধন চায় তালিবান! উদ্বেগ বাড়ছে ভারতের?]
উল্লেখ্য, বুধবারই যুদ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে তেল আভিভে পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তেরো দিনে পা রেখেছে হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াই। গাজায় ঢুকে একের পর এক হামাসেরর ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলের সেনা। খতম করা হচ্ছে জেহাদিদের। গত ৭ অক্টোবর হামাস প্রথম হামলা চালায় ইজরায়েলে। সেই থেকেই চলছে সংঘর্ষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার।