shono
Advertisement
Gaza-Egypt border

ইজরায়েলি সেনার দখলে গাজা-মিশর সীমান্ত! আরও ৭ মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলার ইঙ্গিত

গত এপ্রিল মাসেই রাফায় ঢুকে পড়েছিল ইজরায়েলের ট্যাঙ্কবাহিনী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:39 AM May 30, 2024Updated: 10:41 AM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মহলের প্রবল চাপ উপেক্ষা করেই দক্ষিণ গাজার রাফায় হামলা চালাচ্ছে ইজরায়েল। রক্ত ঝরছে সাধারণ মানুষের। কিন্তু তাতেও থামছে না তেল আভিভ। এবার গাজা-মিশর সীমান্তেরও দখল নিয়ে নিয়েছে ইজরায়েলি ফৌজ! এখন সেখানকার পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে। ফলে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামার বদলে আরও ৭ মাস চলার ইঙ্গিত দিয়েছে ইহুদি দেশটি।

Advertisement

এই মুহূর্তে রাফায় প্রায় ১৫ লক্ষ প্যালেস্তিনীয়র বাস রয়েছে। যার মধ্যে অধিকাংশই শরণার্থী। ফলে রাফার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার প্রহর গুনছে মানবাধিকার সংস্থাগুলোও। চলতি সপ্তাহে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) জোড়া হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় পঞ্চাশের উপর মানুষ। যার মধ্যে রয়েছে শিশুরাও। কিন্তু রক্তক্ষয়ী অভিযান থামানোর নাম নিচ্ছে না ইজরায়েলের ফৌজ। এএনআই সূত্রে খবর, রাফায় আক্রমণ শানানোর মাঝেই বুধবার আইডিএফের মুখমাত্র ড্যানিয়াল হাগারি জানিয়েছেন, "অভিযান চালিয়ে আমাদের বাহিনী গাজা-মিশর বর্ডারের ১৪ কিমি দীর্ঘ করিডোরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।" বলে রাখা ভালো, ওই অংশটি 'ফিলাডেলফি করিডোর' নামে পরিচিত। হাগারির দাবি, এই পথেই হামাস জঙ্গিরা গাজায় অস্ত্র পাচার করত। এদিকে, গুরুত্বপূর্ণ এই অঞ্চলের দখল নিয়ে নেওয়ায় সংশয় তৈরি হয়েছে গাজায় ত্রাণ পৌঁছনো নিয়ে।

[আরও পড়ুন: বিদেশের মাটিতে ভারতীয়দের অপহরণ পাকিস্তানিদের! মোটা টাকার মুক্তিপণ চেয়ে ফোন

গত এপ্রিল মাসেই রাফায় ঢুকে পড়েছিল ইজরায়েলের ট্যাঙ্কবাহিনী। রাফা বর্ডার ক্রসিংয়ের প্যালেস্তিনীয় অংশও দখল করে নেয় তারা। এবার মধ্য রাফার প্রাণকেন্দ্র আল-আওদা শহরে ঢুকে ঘাঁটি গেড়েছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। সেখান থেকে আরও অন্যান্য শহরের দিকে অগ্রসর হচ্ছে তারা। লক্ষ্য একটাই। হামাসের ডেরা খুঁজে 'অগ্নিবর্ষণ' করা। এই মুহূর্তে গাজার যা পরিস্থিতি তাতে অভিযান সম্পূর্ণ করতে আরও ৭ মাস সময় লাগবে বলেই ধারণা করছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যে রাফায় অভিযান বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

উল্লেখ্য, আট মাস পেরিয়ে গেলেও গাজায় জারি রয়েছে হামাস-ইজয়ায়েল যুদ্ধ। চলতি বছরের গোড়া থেকেই রাফায় ঢুকে অভিযান শুরু করায় জোর দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল আমেরিকাও। কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি নেতানিয়াহু। এই পরিস্থিতিতে গত সপ্তাহে আন্তর্জাতিক আদালতের সভাপতি নওয়াফ সালাম নির্দেশ দেন, “দক্ষিণ গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে ইজরায়েলকে।”

এদিকে, ফের রাফায় ইজরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা জন কিরবি বলেছেন, “ইজরায়েলি ডিফেন্স ফর্সেস যেভাবে রাফায় অভিযান চালাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। যেভাবে গাজার নিরীহ প্যালেস্তিনীয়দের মৃত্যুর ছবি সামনে আসছে তাতে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছে। যুদ্ধে এইভাবে প্রাণহানি কোনওভাবেই কাম্য নয়।” রাফার এই ধবংসের ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। যে কারণে এখন সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মিলবে এক বিশেষ বাক্য়ের। ‘অল আইজ অন রাফা’। গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লিখিত হচ্ছে এই বাক্যটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে রাফায় প্রায় ১৫ লক্ষ প্যালেস্তিনীয়র বাস রয়েছে। যার মধ্যে অধিকাংশই শরণার্থী। ফলে রাফার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার প্রহর গুনছে মানবাধিকার সংস্থাগুলোও।
  • এবার গাজা-মিশর সীমান্তেরও দখল নিয়ে নিয়েছে ইজরায়েলি ফৌজ! এখন সেখানকার পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে।
  • ‘অল আইজ অন রাফা’। গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লিখিত হচ্ছে এই বাক্যটি।
Advertisement