সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রবিজয়ের পর এবার সূর্যে পাড়ি দিতে চলেছে ভারত (India)। চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্যের পরেই নতুন প্রকল্প শুরু করতে চলেছে ইসরো। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে নতুন মিশন- আদিত্য এল১ (Aditya L1)। আগামী শনিবারই পাড়ি দেবে সে। তার আগে ইসরো প্রথমবারের জন্য প্রকাশ্যে আনল আদিত্যর ছবি।
প্রসঙ্গত, প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান। ইতিহাস গড়েছে ভারত। সেই সাফল্যের পরেই আবার নতুন লক্ষ্য স্থির করে ফেলেছেন বিজ্ঞানীরা। শনিবার, ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য এল১। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান। মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ নানা বিষয়েই পরীক্ষা চালাবে সে।
[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]
উল্লেখ্য, কয়েকদিন আগেই চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পৌঁছে গিয়েছে ভারত। প্রজ্ঞাব রোভার অনুসন্ধান চালাচ্ছে চাঁদের মাটিতে। ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত সেখানে অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ক্রোমিয়াম, সিলিকন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, টাইটানিয়ামের সন্ধান পেয়েছে রোভার। চলছে হাইড্রোজেনের খোঁজ।