shono
Advertisement

Breaking News

বাড়ি ভাড়ার স্লিপ দেখিয়ে কর ফাঁকি দেন?

এর পরিণাম কী হতে পারে জানেন? নিজের চোখেই দেখুন৷
Posted: 04:42 PM Apr 06, 2017Updated: 11:12 AM Apr 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন করে মাথার ওপর করের বোঝাটা একটু কমানো যায়? এই তাগিদে একটু ফাঁক-ফোকড় কমবেশি সকলেই খোঁজেন৷ খুঁজেও ফেলেন৷ কর কমানোর এমনই একটি সহজ উপায় জাল ঘর ভাড়ার স্লিপ জোগাড় করা৷ আর তা দেখিয়ে আয়করের পরিমানটা একটু হলেও কমিয়ে দেওয়া৷ কিন্তু জাল ভাড়ার স্লিপ দেখিয়ে এভাবে আর সরকারকে ফাঁকি দেওয়া যাবে না৷ কারণ এবার থেকে ভাড়ার স্লিপের সত্যতাও প্রমাণ করতে হবে প্রয়োজনীয় নথি দিয়ে৷

Advertisement

[বিদেশে লটারি জিতে কোটিপতি প্রবাসী ভারতীয় ডাক্তার]

সম্প্রতি এমনই নিয়ম জারি করেছে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনাল৷ যাতে বলা হয়েছে এবার থেকে আয়কর দেওয়ার ক্ষেত্রে যাঁরা বাড়ি ভাড়ার স্লিপ দেখিয়ে করের পরিমান কম করবেন৷ তাঁদের বাড়ি ভাড়ার যথাযথ প্রমাণও দেখাতে হবে৷ এর জন্য করদাতাদের দিতে হবে লাইসেন্স এগ্রিমেন্ট, বিদ্যুতের বিল, জলের বিল কিংবা সেই হাউজিং কমপ্লেক্সের তরফ থেকে লিখিত চিঠি৷ প্রয়োজনে এই সমস্ত নথি দেখাতে হতে পারে আয়করের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও৷

[প্রতীক্ষা শেষ, আগামী সপ্তাহে গঙ্গায় ঢুকবে মেট্রোর বোরিং মেশিন]

যে সমস্ত কর্মীরা নিজেদের কোম্পানির থেকে বাড়ি ভাড়ার অর্থ মাসের মাইনের সঙ্গে পেয়ে থাকেন৷ তাঁদের মধ্যেই বাড়ি ভাড়ার স্লিপ দেখিয়ে আয়কর কমানোর প্রবনতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়৷ এই ভাবে করদাতারা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কর ফাঁকি দিয়ে থাকেন৷ ফাঁকির এ কারবার আটকাতে চায় আয়কর দপ্তর৷ সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ যদি আয়কর রিটার্ন ফাইলে ভাড়ার স্লিপ দেওয়া থাকে এবং তার সত্যতা করদাতা প্রমাণ না করতে পারেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে৷

[বাঁদরদের সঙ্গে থেকে মানুষের ভাষাই বোঝে না রক্তমাংসের ‘টারজান’]

বৃহস্পতিবারই ২০১৭-১৮ সালের প্রথম দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যান উর্জিত প্যাটেল৷ যাতে অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট৷ সেই সঙ্গে এই রেট কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ সেই সঙ্গে অর্থনীতিতে স্বচ্ছতা বজায় রাখার ইঙ্গিতও দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement