shono
Advertisement

১৮ হাজার ফুট উচ্চতায় হিমাঙ্কের নিচে ভারতীয় জওয়ানদের এই কীর্তি আপনাকে গর্বিত করবে

জয় হিন্দ৷ The post ১৮ হাজার ফুট উচ্চতায় হিমাঙ্কের নিচে ভারতীয় জওয়ানদের এই কীর্তি আপনাকে গর্বিত করবে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:22 PM Jan 26, 2019Updated: 03:22 PM Jan 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা হিমাঙ্কের অনেকখানি নিচে। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১৮ হাজার ফুট। সাধারণতন্ত্র দিবসে বিশ্বের সর্বোচ্চ রণভূমিতে পতপত করে উড়ছে দেশের তেরঙ্গা পতাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। সৌজন্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)৷

Advertisement

[গর্ভবতীদের বিনামূল্যেই হাসপাতালে নিয়ে যান এই অটোচালক ]

কাশ্মীর থেকে কন্যাকুমারী, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে দেশের ৭০তম সাধারণতন্ত্র দিবস। সেই উদযাপন থেকে বাদ পড়েনি লাদাখ৷ সেখানেও সাড়ম্বরে সাধারণতন্ত্র দিবস পালন করলেন ভারতীয় সেনার আইটিবিপির জওয়ানরা। শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গে তেরঙ্গা উত্তোলন করে দেশের শৌর্য প্রদর্শন করলেন তাঁরা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একলাইনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আইটিবিপি জওয়ানরা৷ তেরঙ্গাকে স্যালুট করছেন তাঁরা এবং একসঙ্গে তাঁদের কণ্ঠে গর্জে উঠছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান৷ অন্য একটি ভিডিও-তে দেখা যাচ্ছে তেরঙ্গা হাতে করে এগিয়ে চলেছেন আইটিবিপি জওয়ানরা৷ পুরু তুষারে ক্রমাগত বাধা পাচ্ছেন তাঁরা৷ কিন্তু লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলেছেন ভারতের বীর সন্তানেরা৷

[রাজপথে প্রথমবার ‘বজ্র’, বৃহত্তম গণতন্ত্রের শক্তি দেখল দুনিয়া]

তুষারাবৃত্ত লাদাখ, তাপমাত্রা হিমাঙ্কের অনেকখানি নিচে৷ কোনও সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা যেখানে কার্যত অসম্ভব৷ সেই অসম্ভবকেই সম্ভব করেছেন দেশের এই বীর জওয়ানরা৷ বছরের পর বছর ধরে বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে চলেছেন বীর সেনানীরা৷ শত বাধা-বিপত্তি পেরিয়েও কর্তব্যে অবিচল থেকেছেন তাঁরা৷ সাধারণতন্ত্র দিবসে দেশ মাতৃকার প্রতি তাঁদের এই নিবেদনকে স্যালুট জানাচ্ছে আপামর নেটিজেনরা৷

The post ১৮ হাজার ফুট উচ্চতায় হিমাঙ্কের নিচে ভারতীয় জওয়ানদের এই কীর্তি আপনাকে গর্বিত করবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement