সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠগ সুকেশের ২০০ কোটি টাকার দুর্নীতি কাণ্ডে ফের বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন। বৃহস্পতিবার সকাল সকাল দিল্লি আদালতে হাজির হলেন জ্যাকলিন। জানা গিয়েছে, সুকেশকাণ্ডে নাম জড়ানোর কারণেই আদালতে নতুন করে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে।
হাতে তেমন কোনও ছবি নেই। দু’একটা বিজ্ঞাপন আর সলমনের সঙ্গে দাবাং ট্যুর। এসবের মাঝেই দুম করে ১২ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন! সূত্রের খবর অনুযায়ী, জ্য়াকলিনের এই ফ্ল্য়াটে রয়েছে অত্যাধুনিক জিম, সুইমিং পুল। জ্যাকলিনের এই বাড়ি কেনার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছে জ্য়াকলিনকে। নেটিজেনদের একাংশ মনে করছেন ঠগ সুকেশের কাছ থেকে পাওয়া টাকা দিয়েই নাকি বাড়ি কিনেছেন জ্যাকলিন।
[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। আপাতত তাঁর ঠিকানা জেল। কিন্তু ওই যে বলে ভালবাসা মানে না কোনও সীমানা। সুকেশের মনও তাই পড়ে রয়েছে জ্যাকলিনের কাছে। চিঠি দিয়ে ফের সে কথাই বুঝিয়ে দিলেন। সম্প্রতি বি-টাউনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন জ্যাকলিন। চিঠিতে ‘গার্লফ্রেন্ডে’র পারফরম্যান্সের প্রশংসা করেন সুকেশ। বৃহস্পতিবার নিজের আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে সেই চিঠি পাঠিয়েছেন তিনি।
‘ঠগবাজ’ লিখেছেন, “মাই লাভ, মাই বেবি জ্যাকলিন (Jacqueline Fernandez), মাই বম্মা। ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখলাম। তোমার পারফরম্যান্সই সেরা ছিল। গোটা শোয়ে তোমার নাচটাই সবচেয়ে ভাল লেগেছে। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। তুমি একজন সুপারস্টার। আমার বেবি গার্ল।” এরপরই যোগ করেন, “আমার জীবনে তোমার থাকাটাই আমার কাছে বড় পাওনা। তুমি জানো না কতটা পাগলের মতো আমি তোমায় ভালবাসি। তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দেব। তোমার নিশ্চিতভাবেই ভীষণ ভাল লাগবে। আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই তোমার মুখে সবসময় হাসি লেগে থাকুক। সত্যিটা সামনে আসার সময় এসে গিয়েছে। চিন্তা কোরো না।”
এর আগে ভ্যালেন্টাইনস ডে ও নিজের জন্মদিনে সুকেশ জ্যাকলিনকে চিঠি লিখেছিলেন। দুই চিঠিতেই অভিনেত্রীর প্রতি নিজের ভালবাসা উজার করে দিয়েছিলেন তিনি। আবার ইস্টার সানডেতে চিঠি লিখে জানিয়েছিলেন “আমার মিষ্টি খরগোশ তোমায় খুব ভালবাসি। তুমি শুধুই আমার।” এবার জ্যাকলিনের জন্মদিনের জন্য যে তিনি সারপ্রাইজ প্ল্যান করেছেন, সেটাই জানালেন চিঠিতে।