স্টাফ রিপোর্টার: শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে এগিয়ে এ রাজ্য। তা আরও একবার প্রমাণিত হল বিশ্বখ্যাত একটি শিক্ষা সংক্রান্ত ম্যাগাজিনের তরফে প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিংয়ে। সেই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith)। বেসরকারি স্কুলের সঙ্গে স্বমহিমায় রয়েছে সরকারি স্কুলও। ২০২২-২৩ সালের র্যাঙ্কিংয়ে দেশের সেরা দশ সরকারি বিদ্যালয়গুলির মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে যাদবপুর বিদ্যাপীঠ। এছাড়াও এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিংয়ের (ইডব্লুআইএসআর) ২৬টি ক্যাটেগরির অধিকাংশতেই দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে পিছনে ফেলে দিয়েছে রাজ্যের একাধিক বিদ্যালয়।
গত বছরের ইডব্লুআইএসআর র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে রাজ্য সরকারি বিদ্যালয়ের ক্যাটেগরিতে ১৩তম স্থানে ছিল যাদবপুর বিদ্যাপীঠ। ২০২২-২৩ সালের র্যাঙ্কিংয়ে একই ক্যাটেগরিতে ষষ্ঠ স্থান অর্জন করেছে শহরের এই বিদ্যালয়। রাজ্যের একমাত্র এই বিদ্যালয়েরই নাম রয়েছে এই তালিকায়। এই স্বীকৃতি নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘‘এটা অত্যন্ত আনন্দের খবর আমাদের কাছে। যে কোনও স্বীকৃতিই দায়িত্ব বাড়িয়ে দেয়। এই অনন্য সম্মান পেয়ে আমরা গর্বিত। এর মূল কৃতিত্ব আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী ও প্রিয় অভিভাবকদের। প্রথম দশে পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় হিসাবে এই স্বীকৃতি কিন্তু রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল নজির।’’
[আরও পড়ুন:‘দলে এখন দু’টো শ্রেণি-বাবু ও চাকর’, বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে ‘অভিমানী’ TMC বিধায়ক]
মোট ২৬টি ক্যাটেগরিতে সেরা বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিংয়ে (ইডব্লুআইএসআর)। সেগুলিতেও রয়েছে রাজ্যের বিদ্যালয়গুলির উপস্থিতি। দেশের সেরা দশ গার্লস ডে স্কুলের তালিকাতেও রয়েছে রাজ্যের এক স্কুল। কলকাতার মডার্ন হাই স্কুলস ফর গার্লস এই তালিকায় তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে। গত বছর এই স্কুলটি পঞ্চম স্থানে ছিল। একই তালিকায় মোট ৬৯টি স্কুলের মধ্যে রাজ্যের মোট আটটি স্কুল রয়েছে। বয়েজ ডে স্কুলের সেরা দশের মধ্যে চারটি স্কুলই রাজ্যের। চতুর্থ স্থানে কলকাতার বিড়লা হাই স্কুল, সপ্তমে পার্ক সার্কাসের ডন বসকো স্কুল, অষ্টমে হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ ও দশম স্থানে শিলিগুড়ির ডন বসকো স্কুল রয়েছে।
এছাড়া, সেরা কো-এড বোর্ডিং স্কুলের সেরা পঞ্চাশের তালিকা রয়েছে রাজ্যের পাঁচটি স্কুলের নাম। ২৫তম স্থানে রয়েছে কার্শিয়াং-এর হিমালি বোর্ডিং স্কুল। ৩২তম স্থানে রয়েছে শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুল। শিলিগুড়ির ফাদার লে ব্লন্ড স্কুল রয়েছে ৩৫তম স্থানে। শিলিগুড়ির নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল ও জলপাইগুড়ির হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল যথাক্রমে ৪১ ও ৪৩তম স্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল ডে স্কুল ক্যাটেগরিতে ২২তম স্থান অর্জন করেছে কলকাতার ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল। কো-এড ডে স্কুলের সেরা একশোর তালিকায় রয়েছে রাজ্যের মোট ১৩টি স্কুল। তার মধ্যে ১২তম স্থান অর্জন করে কলকাতার দ্য হেরিটেজ স্কুলই প্রথম। কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের সেরা ৯৯-এর তালিকায় রয়েছে মোট ৫টি স্কুল। শিলিগুড়ির ডিপিএস এই তালিকায় ১২তম স্থানে রয়েছে। এছাড়াও, আরও কয়েকটি তালিকায় স্থান অধিকার করে নিয়েছে রাজ্যের বেশ কয়েকটি স্কুল।