shono
Advertisement

‘এবার বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন’, মালদহ বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের

বিস্ফোরণে মৃত ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য।
Posted: 03:37 PM Nov 19, 2020Updated: 05:51 PM Nov 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ  প্রসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যপাল। লিখলেন, “এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন।” দাবি জানালেন নিরপেক্ষ তদন্তের। ইতিমধ্যেই বিস্ফোরণে মৃত ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য।

Advertisement

ঘটনার সূত্রপাত বৃহ্স্পতিবার বেলা ১১ টা নাগাদ। ওই সময় মালদহের সুজাপুরে ৩৪ নং জাতীয় সড়কের ধারের একটি প্লাস্টিক কারখানায় আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ (Blast) ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়, ভিতরে একটি বড়সড় গর্ত তৈরি হয়। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়। জখমদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি ৫ জন গুরুতর জখম, তাঁদের চিকিৎসা চলছে মেডিক্যাল কলেজে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলাশাসক রাজর্ষি মিত্র।

[আরও পড়ুন: নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন্‌ধে শুনশান তুফানগঞ্জ, মোতায়েন পুলিশ]

খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ঘটনাস্থলে রওনা দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই রাজ্যের তরফে জানানো হয়, বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জখমরা পাবেন ৫০ হাজার টাকা। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মৃত ও আহতদের পরিবারের হাতে চেক তুলে দেন ফিরহাদ হাকিম।

[আরও পড়ুন: ঘুচল ‘বহিরাগত’ তকমা, আসানসোলের ভোটার তালিকায় নাম উঠল সস্ত্রীক বাবুল সুপ্রিয়র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার