shono
Advertisement

পাক নাটকে যবনিকা পতন, গোপনে জঙ্গি মাসুদ আজহারকে কারামুক্ত করল ইসলামাবাদ

গোয়েন্দা সূত্রে খবর, ভারতে পাঠানকোটের মতো বড়সড় হামলার ছক কষছে আইএসআই৷ The post পাক নাটকে যবনিকা পতন, গোপনে জঙ্গি মাসুদ আজহারকে কারামুক্ত করল ইসলামাবাদ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Sep 09, 2019Updated: 03:13 PM Sep 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধের আবহ তৈরি করে গত কয়েকদিন ধরে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান৷ আর এবার ভারতে নাশকতার লক্ষ্যে আরও বড় ছক কষছে ইসলামাবাদ৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, ইতিমধ্যে অত্যন্ত সন্তর্পণে পাঠানকোট হামলার মূলচক্রি মাসুদ আজহারকে জেল থেকে মুক্তি দিয়েছে ইমরান খানের দেশ৷ তাদের একমাত্র উদ্দেশ্য জইশ-ই-মহম্মদ প্রধানকে ব্যবহার করে শিয়ালকোট-জম্মু ও রাজস্থান সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো এবং ভারতের রক্ত ঝড়ানো৷

Advertisement

[ আরও পড়ুন: মৃতপ্রায় পাক অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ কোটি ডলারের দাওয়াই দিল চিন]

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে ইসলামাবাদ৷ প্রথমবার মার্কিন সফরে গিয়েই কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের দ্বারস্থ হন ইমরান খান৷ এরপর মার্কিন মধ্যস্থতার প্রস্তাব ভারত খারিজ করে দিলে, ভারতের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক ইস্যু তৈরির চেষ্টা করে পাকিস্তান৷ সব ঋতুর বন্ধু চিনের সাহায্য নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে বেকায়দায় ফেলতে চেষ্টা করে তারা৷ কিন্তু সেখানেও ভারতেরই পাশে দাঁড়ায় চিন বাদে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্সের মতো রাষ্ট্রগুলি৷ ভারতের সুরে সুর মিলিয়েই কাশ্মীরকে ভারতে অভ্যন্তরীণ ইস্যু বলে দাবি করে তারা৷ সেখান থেকেও হতাশ হয়েই ফিরতে হয় ইসলামাবাদকে৷ এরপর নয়াদিল্লিকে প্যাঁচে ফেলতে কাশ্মীর সম্পর্কিত ফেক নিউজ ও ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে পাকিস্তান৷ কিন্তু তাও কাজে আসেনি৷ গোয়েন্দা সূত্রে খবর, এত জায়গা থেকে ধাক্কা খেয়ে, এবার ভারতের বিরুদ্ধে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ‘সন্ত্রাসবাদ’কে ব্যবহার করতে চলেছেন ইমরান খান৷ ভারতের বিরুদ্ধে জইশ-লস্কর-হিজবুলের মতো জঙ্গি সংগঠনগুলিকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পাক সেনা ও আইএসআই৷

[ আরও পড়ুন: আসছে তালিবানের যম ‘কালো ভ্রমর’, আফগানিস্তানে নয়া অস্ত্র আমেরিকার ]

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫ আগস্ট কাশ্মীর থেকে বিতর্কিত ৩৭০ ও ৩৫এ ধারা বিলুপ্তির যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা বিষয়ে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ যা রাওয়ালপিণ্ডির অন্যতম ব্যর্থতা হিসাবেই গণ্য মনে করছে আন্তর্জাতিক মহল৷ এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে প্রতিহিংসার আগুনে জ্বলছে পাকিস্তান৷ আর তাই মুখ বাঁচাতে এবং ভারতবিরোধী লড়াইয়ে এবার মাসুদ আজহার, হাফিজ সইদদের শরণাপন্ন হয়েছেন ইমরান খানরা৷

The post পাক নাটকে যবনিকা পতন, গোপনে জঙ্গি মাসুদ আজহারকে কারামুক্ত করল ইসলামাবাদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার