shono
Advertisement

ভিড়ে ঠাসা রাস্তায় নিজেই নিজের গলার নলি কাটলেন যুবক! ভাইরাল হাড়হিম করা ভিডিও

এই ঘটনায় স্তম্ভিত পথচারীরা।
Posted: 11:08 AM Jun 10, 2023Updated: 12:03 PM Jun 10, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: ঠিক যেন সিনেমা। ভিড়ে ঠাসা রাস্তায় দাঁড়িয়ে নিজের গলার নলি নিজেই কাটলেন যুবক। হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

শনিবার সকালে যে যার নিজের কাজে ব্যস্ত। এমন সময় জলপাইগুড়ির ময়নাগুড়ি রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে এক যুবক। তাঁর হাতে কাচের টুকরো। কিছু বুঝে ওঠার আগে ওই কাচের টুকরো দিয়ে নিজের গলায় আঘাত করেছেন তিনি। রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। অবাক হয়ে যান সকলে। আতঙ্কে কাছে এগনোর সাহসও পান না কেউ। তবে ঘটনা স্মার্টফোন বন্দি করেছেন অনেকেই। হাড়হিম করা এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

[আরও পড়ুন: আবারও সভা-মিছিলে ভিড়, হারানো ভোট কি ফেরাতে পারবে সিপিএম?]

যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম রামকৃষ্ণ মোহন্ত। তিনি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। তিন সন্তানও রয়েছে তাঁর। দিল্লিতে আগে কাজ করতেন। দিনকয়েক আগে নিজের বাড়িতে ফেরেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন বছ বত্রিশের ওই যুবক, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

[আরও পড়ুন: ভোটে কেন্দ্রীয় বাহিনীর আরজি, দলীয় কর্মী খুনের কথা উল্লেখ করে রাজ্যপালকে চিঠি অধীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement