দুলাল দে: আনোয়ার বিতর্কের মাঝে দারুণ সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য। তিন বছরের জন্য সবুজ-মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অস্ট্রেলিয়ান ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন। কয়েক দিন আগেই সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার।
মোহনবাগান কর্তাদের পরিকল্পনা ছিল ২৯ জুলাই ‘মোহনবাগান দিবসে’ মঞ্চ থেকে ঘোষণা হবে জেমি ম্যাকলারেনের নাম। কারণ, ভারতীয় ফুটবলে এই পর্যায়ের স্ট্রাইকার খুবই কম এসেছেন। অস্ট্রেলিয়ান ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই খবর যথারীতি পৌঁছে যাবে বিশ্বফুটবলের আঙিনায়। মোহনবাগান তাই চেয়েছিল ২৯ জুলাইয়ের মঞ্চ থেকে সমর্থকদের সামনে ঘোষণা করতে।
[আরও পড়ুন: ফুটবল মাঠে হাড়হিম করা দৃশ্য! পুলিশের গুলিতে রক্তাক্ত ফুটবলার]
জেমি ম্যাকলারেনকে সই করানোর জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল মোহনবাগান। সবুজ-মেরুন কর্তাদের আর্থিক প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরেও চুক্তিপত্রে সই করছিলেন না অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। কথা চালাচ্ছিলেন সৌদি আরবের কয়েকটি ক্লাবের সঙ্গে। মোহনবাগানের আর্থিক প্রস্তাবের থেকে সৌদি আরবের আর্থিক প্রস্তাব ভালো না হওয়ায় সবুজ-মেরুন কর্তাদের বেশ কিছুদিন অপেক্ষা করিয়ে অবশেষে সই করলেন তিনি।
মোহনবাগানের দেওয়া দীর্ঘ চুক্তির প্রস্তাবে দু’পক্ষের আলোচনার পর আপাতত যা ঠিক হয়েছে তা হল প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি থাকবে, তারপর দু’পক্ষ আলোচনায় বসে আরও এক বছর চুক্তি বাড়ানো হবে। সবুজ-মেরুনের চুক্তিতে ম্যাকলারেনের রাজি হওয়ার পিছনে প্রাথমিক শর্ত অবশ্যই ছিল অর্থ। দ্বিতীয়ত, দিমিত্রি, কামিংসের মতো জাতীয় দলের ফুটবলাররা মোহনবাগানে থাকায় সবুজ-মেরুনের জার্সি পরতে অনেক স্বচ্ছন্দ বোধ করেছেন।
কবে থেকে তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন, তা অবশ্য জানা যায়নি। আর মোহনবাগান কর্তারা সরকারিভাবে জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু বলছেন না এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। তবে ম্যাকলারেনের যোগদানে সবুজ-মেরুন ফরোয়ার্ড লাইন মারাত্মকভাবে শক্তিশালী হয়ে উঠল একথা বলাই বাহুল্য। এখন অপেক্ষা সবুজ-মেরুন অনুশীলনে ম্যাকলারেনকে দেখার।