shono
Advertisement

Breaking News

জন্মাষ্টমীতে বাজারে পাকা তালের আকাল, উৎসবে তাল কাটল গৃহস্থ্যের

এবার জন্মাষ্টমী তিথিতে বাজারে পাকা তালের আমদানি নেই।
Posted: 07:21 PM Sep 05, 2023Updated: 07:23 PM Sep 05, 2023

রমণী বিশ্বাস, তেহট্ট: জন্মাষ্টমী উপলক্ষে বাজারে অমিল পাকা তাল। ফলে জন্মাষ্টমীতে তাল কাটল গৃহস্থ্যের। কৃষ্ণের জন্মদিন পালনের মূল উপকরণ তাল। তালের বড়ায় ভরিয়ে দেওয়া হয় কৃষ্ণের ভোগের থালা। আর সেখানে কিনা পাকা তালের অভাব!

Advertisement

হিন্দু শাস্ত্রে কৃষ্ণের জন্মদিনটি জন্মাষ্টমী (Janmashtami 2023) হিসেবে পালিত হয়ে আসছে। দ্বিমত থাকার কারণে জন্মাষ্টমীর তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তাই বুধ ও বৃহস্পতিবার, দু’দিন ধরেই পালিত হবে জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী ভীষণ রঙিন উৎসব। শাস্ত্রে আছে, মামা কংসের অত্যাচার থেকে মথুরাবাসীকে বাঁচাতে আদ্যাশক্তির আশির্বাদে এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে এই দিনই গোটা দেশে পালিত হয় জন্মাষ্টমী। এদিন সুন্দরভাবে গোপালকে সাজানো হয়। ভোগ হিসেবে লুচি, মিষ্টির সঙ্গে দেওয়া হয় তালের বড়া। শুধু বড়া নয়, তালের তৈরি নানারকম সুস্বাদু পদ দিয়েও সাজিয়ে দেওয়া হয় ভোগের থালা। কিন্তু এবার জন্মাষ্টমী তিথিতে বাজারে পাকা তালের আমদানি নেই। দু-চারটে যা আছে তাও আকাশছোঁয়া মূল্য।

[আরও পড়ুন: জেলা কমিটিতে অবাঙালিদের দাপট! খোদ শাহের কাছে নালিশ বিজেপি কর্মীদের একাংশের]

নদিয়া জেলার বিভিন্ন বাজারে সাধারণ একটি তাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তাও ভাগ্যে থাকলে তবেই পাবেন। কারণ হাতে গোনা তাল মিলছে বাজারে। বেতাই সাধুবাজারের রঞ্জিত বিশ্বাস কোনওক্রমে একটি ছোট্ট তাল সংগ্রহ করতে পেরেছেন। সেই তাল দিয়েই আশপাশের কয়েকটি পরিবারের জন্মাষ্টমীর তালের বড়া তৈরি করে ভোগ দেওয়া হবে। স্থানীয় অলক দাস নামে এক ব্যক্তি জানান, এলাকার কয়েকটি বাজার ঘুরে একটিও পাকা তাল পাননি। বেতাই বাজারের এক বিক্রেতার কাছ থেকে পাকা তাল চোখের নিমিষে শেষ হয়ে গিয়েছে।

বেতাই এলাকার দেবব্রত চক্রবর্তী জানান, চাহিদা থাকায় পাকা তাল বিক্রির থেকেও কাঁচা তালের শাঁস বিক্রিতে আগ্রহী ব্যবসায়ীরা। যে কারণে গত দু-তিন মাস আগেই কাঁচা তালের শাঁস বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে গিয়েছে। সেই কারণেই পাকা তালের আকাল দেখা দিয়েছে।

[আরও পড়ুন: BDO’র গাড়িতে হামলা, বোমাবাজি, তৃণমূল-বিজেপির সংঘর্ষে খেজুরিতে স্থগিত স্থায়ী সমিতির নির্বাচন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement