shono
Advertisement

Breaking News

তরুণ প্রজন্মকে বেশি করে মদ খাওয়ার পরামর্শ! জাপান সরকারের আজব পদক্ষেপের কারণ কী?

এই উদ্দেশ্যে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে কিশিদা প্রশাসন।
Posted: 02:28 PM Aug 20, 2022Updated: 02:28 PM Aug 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের যুব সম্প্রদায়কে আরও বেশি মদ (Alcohol) খাওয়ার আরজি জানাচ্ছে খোদ দেশের সরকার! কোনও ডার্ক কমেডি সিনেমা নয়, সত্য়িই এমনই আরজি জানিয়েছে জাপান (Japan) প্রশাসন। পরিষ্কার সেদেশের ইয়ং অ্যাডাল্ট অর্থাৎ সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া তরুণ-তরুণীদের বেশি করে অ্যালকোহল মিশ্রিত পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছে কিসিদা প্রশাসন।

Advertisement

কিন্তু কেন? বিশ্বের সর্বত্রই যেখানে প্রশাসনের তরফে জনসাধারণকে মদ্যপান কমাতে এবং নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেওয়া হয়, সেখানে জাপানে এমন উলটো দৃশ্য কেন? আসলে এই আরজির পিছনে জাপান সরকারের উদ্দেশ্য সেদেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আর সেই উদ্দেশ্যেই ‘ন্যাশনাল ট্যাক্স এজেন্সি’র তরফে একটি জাতীয় বাণিজ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘সেক ভাইভা’ নামের ওই প্রতিযোগিতার আয়োজন করাই হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে অ্যালকোহল সেবনের উৎসাহ তৈরি করতে।

[আরও পড়ুন: অনলাইনে বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণের ‘অশ্লীল’ ছবি, নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট আমাজন’]

জাপানের বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে বাবা-মা কিংবা অন্যান্য বয়স্কদের তুলনায় মদ্যপানে আসক্তি অনেকটাই কম। ফলে মদ থেকে প্রাপ্ত শুল্ক তথা আবগারি শুল্কের পরিমাণ কমে গিয়েছে। আর তাই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। তরুণদের থেকে মদ্যপানের পরিমাণ বাড়াতে বিজনেস আইডিয়া চাওয়া হয়েছে। আর এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের আরও বেশি অ্যালকোহল সেবন, আকর্ষণীয় ব্র্যান্ডিং এবং শিল্পের প্রচারের আইডিয়া দিতে হবে। সরকারের মতে, তরুণ প্রজন্মের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে। আসলে একটা হিসেব বলছে, ১৯৯৫ সালে যেখানে মানুষ ১০০ লিটার অর্থাৎ ২২ গ্যালন মদ খেত, সেখানে এখন খাচ্ছে ৭৫ লিটার মদ। এই ঘাটতি পূরণ করতেই মরিয়া জাপান প্রশাসন।

কীভাবে অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়? জানা যাচ্ছে, ২০ থেকে ৩৯ বছরের তরুণ-তরুণীরা এতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের জানাতে হবে, কী করে তরুণ প্রজন্মকে মদ্যপানে উৎসাহী করে তোলা যায়। প্রতিযোগিতায় অংশও নেওয়া যাবে নিখরচায়। ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নেওয়া হবে। এরপর অক্টোবরে পরের রাউন্ড। তারপর টোকিয়োয় ১০ নভেম্বর ঘোষিত হবে ফলাফল।

[আরও পড়ুন: কষ্ট করলে কেষ্ট মেলে! কলকাতায় জন্মাষ্টমীতে অ্যাস্ট্রো সিজারে সন্তান জন্মের ঢল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement