shono
Advertisement

তিন দশকের সর্ববৃহৎ তিমি জালে, আনন্দে মাতোয়ারা জাপানের কুশিরো

জানেন কত বড় এই মাছটি? The post তিন দশকের সর্ববৃহৎ তিমি জালে, আনন্দে মাতোয়ারা জাপানের কুশিরো appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Jul 02, 2019Updated: 03:15 PM Jul 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের অপেক্ষা সার্থক৷ পাঁচ, পাঁচটা জাহাজের নোঙর ফেলে অষ্টপ্রহর হাপিত্যেশ করে বসে থাকাও সফল৷ জাপানে এই প্রথম বাণিজ্যিকভাবে তিমি ধরতে নেমেছিল একটি সংস্থা৷ আর তাদের জালে ধরা পড়ল গত তিন দশকের সবচেয়ে বড় প্রাণীটি৷ ২৭ ফুট লম্বা মিংকে প্রজাতি তিমিটাকে জালে টেনে তুলতে সে এক হিমশিম দশা সকলের৷ তবে পাড়ে আসার পর তা ঘিরে সে কী উল্লাস!

Advertisement

[ আরও পড়ুন: যাঁর গোয়ালে যাবে, গরু তাঁর! মালিককে খুঁজতে আজব সিদ্ধান্ত পুলিশের]

ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন থেকে নিজের নাম তুলে নিয়েছে জাপান৷ আর তারপরই মহাসমারোহে এখানে শুরু হয়েছে তিমি ধরার কাজ, একেবারে বাণিজ্যিকভাবে৷ আগের কয়েক বছর তাতে তেমন সাড়া পড়েনি৷ কিন্তু এবার যাকে বলে একেবারে, পোয়াবারো৷ জাপানের কুশিরো শহরের ধরা পড়া মিংকে তিমি নিয়ে শোরগোল৷ জাপান স্মল হোয়েলিং অ্যাসোসিয়েশনের অধিকর্তা ইওশিফুমি কাইয়ের কথায়, ‘আজকের দিনটা সবচেয়ে সুন্দর৷ আমরা একটা ভাল তিমি ধরতে পেরেছি৷ ৩১ বছরের খরা কাটল৷ এটা খুব সুস্বাদু হবে বলে আমাদের আশা৷’

তিমিটা জালে ওঠার পর জাহাজের সাহায্যে তাকে পাড়ে আনা হয়৷ তারপর একটি ট্রাকে করে তা পৌঁছে দেওয়া হয় নিকটবর্তী রেস্তরাঁয়৷ সেখানে তাকে কাটাছেঁড়া করে রান্নার উপযুক্ত করে তোলা হয়৷ তবে তার আগে একপ্রস্ত সেলিব্রেশনও হল৷ এমন সাফল্যে সকলে মিলে তিমির গায়ে ওয়াইন ঢেলে গ্লাসের বাকিটুকু পান করে নিলেন একচুমুকে৷ জাপানে তিমি ধরার উদযাপনে এটাই নাকি প্রচলিত রীতি৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কাটার সময় খুব খারাপ একটা গন্ধ পেয়েছিলেন তাঁরা৷ তবে উৎসাহের চোটে সেই গন্ধ সহ্য করে সেখানেই ছিলেন৷ জানা গিয়েছে, যথাযথ প্রক্রিয়াকরণের পর এই সপ্তাহের মধ্যেই বাজারে আসবে তিমির দেহাংশ৷ চড়া দামে বিকোবে বলেই মনে করছেন অনেকে৷ কাই নিজেই বলছেন, ‘আমি তো মাংস খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি৷’

গোটা পদ্ধতিটি সাংবাদিকদের সামনেই ঘটে৷ বিশেষত তিমি ধরার প্রক্রিয়া দেখেশুনে অনেক সাংবাদিকই পিছু হঠেছিলেন৷ একজন জানালেন, ‘ওই মাছ জাহাজগুলোর সঙ্গেই মাছ ধরার নৌকা আটকানো ছিল৷ যখন অত বড় তিমিটা লাফ দিল, সঙ্গে সঙ্গে নোঙর আলগা করে নৌকাগুলো পিছিয়ে আসে৷ নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত৷ তিমি ধরা দূরের কথা, তিমিটাই মূর্তিমান বিপদ হয়ে দাঁড়াত৷’ তবে এমন দুর্লভ দৃশ্য চিত্রসাংবাদিকদের কাছে একেবারে যাকে বলে সোনায় সোহাগা৷ তাঁরা পাড়ে দাঁড়িয়ে মনের সুখে ছবি তুলেছেন৷ সেটাই এখন ভাইরাল নেটদুনিয়ায়৷

[ আরও পড়ুন: অরুণাচলের জঙ্গল থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ]

The post তিন দশকের সর্ববৃহৎ তিমি জালে, আনন্দে মাতোয়ারা জাপানের কুশিরো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement