সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ভয়াবহ ভূমিকম্প হতে পারে খুব শিগগির! তাই সতর্ক থাকতে হবে সবাইকে। গত বৃহস্পতিবারেই এক মিনিটের ব্যবধানে পর পর দুবার ভূমিকম্প হয়েছে উদীয়মান সূর্যের দেশে। রিখটার স্কেলে ৭.১ মাত্রার সেই জোড়া ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই এবার ‘মেগাকোয়েক’-এর পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে সেদেশের আবহাওয়া এজেন্সি।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এবার ভূমিকম্পের তীব্রতা ৮ ও ৯ মাত্রা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ভূমিকম্পপ্রবণ জাপানের ইতিহাসে এই প্রথম মেগা ভূমিকম্পের জন্য সতর্কতা জারি করা হল। এর ধাক্কা কীভাবে সামলানো হবে তার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে টোকিও। এই সতর্কতা জারি হতেই বহু এলাকার সাধারণ মানুষ নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করছেন।
[আরও পড়ুন: আদানির বিতর্কিত সংস্থায় স্টেক সেবি প্রধানের! ফের বিস্ফোরক হিন্ডেনবার্গ]
এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাঁর চারদিনের মধ্য এশিয়া সফর বাতিল করে দিয়েছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, “এই সংকটের সময় দেশে থাকা আমার কর্তব্য। আপাতত এক সপ্তাহ আমরা কোথাও যাব না।” গত বৃহস্পতিবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জাপানের দক্ষিণ-পশ্চিমের কিউশু ও শিকোকু দ্বীপ। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ২০ সেন্টিমিটার উচ্চতা পেরিয়ে গিয়েছিল।
এছাড়া মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা ও এহিমেতের মতো উপকূলবর্তী এলাকাগুলোতেও সুনামি সব লন্ডভন্ড করতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম হন ১৪ জন। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। জাপানের ভৌগোলিক অবস্থানের কারণে সে দেশে প্রতি বছর সব মিলিয়ে পার্য দেড় হাজার বার ছোট-বড় ভূমিকম্প হয়।