সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ময়দানে অগণিত রজনীকান্ত ভক্ত। দেশের বাইরেও থালাইভার কদর কম নয়! এবার তাঁর ছবি দেখতে জাপানের ওসাকা থেকে চেন্নাইয়ে এলেন এক জাপানি দম্পতি।
দাক্ষিণাত্য মেগাস্টার রজনীকান্তের সিনেমা মানেই দক্ষিণী রাজ্যগুলোতে উন্মাদনার পারদ তুঙ্গে। বৃহস্পতিবার ১০ আগস্ট মুক্তি পেয়েছে ‘জেলার’। চেন্নাই, বেঙ্গালুরুর প্রেক্ষাগৃহগুলির বাইরে যখন বাজি পুড়িয়ে ঢোল-তাসা নিয়ে ভক্তদের উল্লাসের অন্ত নেই, তখন থালাইভা খোদ হিমালয়ের উদ্দেশে যাত্রা করেছেন বলে শোনা যাচ্ছে! এবার জাপান থেকে এক দম্পতি চেন্নাইয়ে এসেছেন ‘জেলার’ দেখতে। যে ছবি-ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
[আরও পড়ুন: নেটপাড়ায় মেয়েদের ছবিতে অশ্লীল মন্তব্য! জাতীয় মহিলা কমিশনে ‘কাপুরুষদের’ বিরুদ্ধে সরব স্বস্তিকা]
ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “‘জেলার’ ছবি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।” ইয়াসুদা আবার জাপানের রজনীকান্তের ফ্যানক্লাবের ক্যাপটেনও।
এদিকে ছবি মুক্তির আগে রজনীকান্তের হিমালয়ে যাওয়ার কথা শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁদের মন্তব্য, এবার তো তাহলে সিনেমা ব্লকবাস্টার হবেই। কারণ অতীতে যতবার থালাইভা সিনেমা রিলিজের সময়ে হিমালয়ে পাড়ি দিয়েছেন, ততবার সেই ছবি বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে।