shono
Advertisement

Breaking News

Ranieeta Dash

বছরের শুরুতেই প্রিয়জনকে হারালেন রণিতা, মন ভেঙে দেওয়া পোস্ট ছোটপর্দার 'বাহামণি'র

দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানালেন ২২ দিনের কঠিন লড়াইয়ের কাহিনি।
Published By: Suparna MajumderPosted: 09:06 PM Jan 03, 2025Updated: 09:19 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের শুরুটা একেবারেই ভালো হল না 'ইষ্টিকুটুম' খ্যাত রণিতা দাসের। কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল বাংলা টেলিভিশনের 'বাহামণি'। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে জানালেন ২২ দিনের কঠিন লড়াইয়ের কাহিনি। যা দেখে চোখ ভিজল অনুরাগীদের।

Advertisement

প্রয়াত রণিতার দিদা নিরুপমা রায়। তাতেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। দিদার একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'হাসপাতালে ভর্তি (১২ ডিসেম্বর) হওয়ার পর টানা ২২ দিনের লড়াই আর ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর আমার প্রিয় দিদা আজ (শুক্রবার) আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

এরপরই রণিতা জানান, কীভাবে বড়দিন, জন্মদিন আর নতুন বছরে দিদা তাঁর সঙ্গী ছিলেন। অভিনেত্রীর কথায়, 'আমার সমস্ত কথায় মাথা নাড়িয়ে রেসপন্ড করতেন। হাসপাতালে আমি যখন তাঁর হাতটি ধরতাম আমাদের ছোটবেলার সুন্দর সময় মনে পড়ত, ভালোবাসা আর যত্নে আমার এই হাতটা ধরেই দিদা আমাকে এগিয়ে চলার পথ দেখিয়েছিলেন।'

 

দিদার অভাব অনুভব করবেন। সেকথা জানিয়ে রণিতা লেখেন, 'আমি খুব মিস করব কিন্তু জানি যে দাদু (মদনমোহন রায়) পরপারে অপেক্ষায় রয়েছেন। সেখানেই তো শান্তি দিদার। এবার আমার মধ্যেই রায় পরিবারের ঐতিহ্য বেঁচে থাকবে। এই দুটো মানুষের একমাত্র নাতনি হিসেবে আমি অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ এবং আশীর্বাদধন্য। সবসময় এঁদের 'বাবু' আর 'দাদু'ই থাকব। আর আমি জানি, আমার এই গার্ডিয়ান অ্যাঞ্জেল ওপার থেকেই আমায় রক্ষা করবেন, দেবেন আশীর্বাদ।'

প্রসঙ্গত, 'ইষ্টিকুটুম' সিরিয়ালের বাহার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে  নিজের জায়গা তৈরি করে নেন রণিতা। এখন অভিনেত্রী সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইউটিউব চ্যানেলও রয়েছে রণিতার। সেখানে নানা ভিডিও শেয়ার করেন নিজের অনুরাগীদের জন্য। 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত রণিতার দিদা নিরুপমা রায়। তাতেই ভেঙে পড়েছেন অভিনেত্রী।
  • সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে জানালেন ২২ দিনের কঠিন লড়াইয়ের কাহিনি।
Advertisement