shono
Advertisement

Breaking News

Bengali Serial TRP

নতুন বছরে সিরিয়ালের TRP তালিকায় বড় বদল, সেরা 'গীতা এলএলবি', কত নম্বরে 'ফুলকি'?

গত সপ্তাহে এই দুই সিরিয়াল যৌথভাবেই এক নম্বর স্থানে ছিল।
Published By: Suparna MajumderPosted: 05:48 PM Jan 03, 2025Updated: 09:17 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা ছিল চব্বিশে, তা আর নেই পঁচিশে। নতুন বছরেই বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় বড় রদবদল। গত বছর যৌথভাবে প্রথম স্থান দখল করেছিল Zee বাংলার 'ফুলকি' ও স্টার জলসার 'গীতা এলএলবি'। এবারে 'ফুলকি'কে পিছনে ফেলে টিআরপি তালিকায় সেরা 'গীতা এলএলবি'।

Advertisement

গত সপ্তাহের টিআরপি তালিকায় ‘ফুলকি’, ‘গীতা এলএলবি'র নম্বর ছিল ৭.৯। তবে নতুন তালিকায় ‘গীতা এলএলবি'র নম্বর ৮.২। এই সিরিয়ালে গীতার ইশারায় মেহেক-কৃপাণের লুকোচুরি খেলা দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। 'ফুলকি' টিমকে এবার দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্রাপ্ত নম্বর ৮.১। ফুলকি-রোহিতের জীবনে এখনও তমালকে নিয়ে টানাপোড়ন চলছে। আশা করা যায়, এই গল্প আগামী সপ্তাহে নতুন মোড় নেবে।

এবারে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'কথা' ও 'পরিণীতা' (টিআরপি – ৭.৭ থেকে ৭.৮)। দুই সিরিয়ালের গল্পেই দেখা যাবে টুইস্ট। 'কথা' সিরিয়ালে প্রান্তিককে কুপোকাত করার জব্বর ফাঁদ পেতেছে কথা ও অগ্নি। আর 'পরিণীতা'য় রায়ান-পারুলের 'লাভ অ্যান্ড ওয়ার' বেশ ভালোই চলছে। এর মধ্যেই আবার সমীরণ রায়ানের ক্ষতি করার জন্য মুখিয়ে রয়েছে।

ধারাবাহিক 'জগদ্ধাত্রী' একসময় প্রথম স্থানের ধারাবাহিকতা বজায় রেখেছিল। তবে এবারে এই সিরিয়াল চতুর্থ স্থানে (টিআরপি – ৭.৬ থেকে ৭.৮)। এই ধারাবাহিকে অঙ্কিতা এখন দ্বৈত চরিত্রে। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা ভূমিকাতেও রয়েছেন তিনি। পঞ্চম স্থান 'উড়ান' ধারাবাহিকের (টিআরপি – ৭.২ থেকে ৭.৩)। এরপর রয়েছে 'রাঙামতি তীরন্দাজ', 'গৃহপ্রবেশ', 'কোন গোপনে মন ভেসেছে', 'তেঁতুলপাতা', 'নিম ফুলের মধু'। এদিকে স্টার জলসা যে তালিকা মেনে চলে তার ভিত্তিতে 'কথা' ও 'গীতা এলএলবি' প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে 'ফুলকি', 'পরিণীতা'। আর তৃতীয় স্থানে রয়েছে 'উড়ান'।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর যৌথভাবে প্রথম স্থান দখল করেছিল Zee বাংলার 'ফুলকি' ও স্টার জলসার 'গীতা এলএলবি'।
  • এবারে 'ফুলকি'কে পিছনে ফেলে টিআরপি তালিকায় সেরা 'গীতা এলএলবি'।
Advertisement