স্টাফ রিপোর্টার: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জেনে খুশি হবেন যে, তাঁর বোলিংয়ের ব্রহ্মাস্ত্র দ্রুত ফিরতে চলেছেন। চলতি সপ্তাহেই আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচন হবে। আর খবর যা, তাতে সেই টিমে জসপ্রীত বুমরাহর থাকা সময়ের অপেক্ষা মাত্র।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ বলে দেন, “বুমরাহ ফিট। আয়ারল্যান্ড সফরে যেতে পারে ও।” প্রথম দিকে মনে করা হচ্ছিল যে, ভারতীয় পেসারের ফিরতে-ফিরতে এশিয়া কাপ (Asia Cup) হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার জয় শাহ একপ্রকার জানিয়েই দিলেন এশিয়া কাপের আগেই প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় বোলিংয়ের ব্রহ্মাস্ত্র। যদিও অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার আয়ারল্যান্ড থেকে বলেছেন, বুমরাহকে নিয়ে তাঁরা তাড়াহুড়ো করতে চান না।
[আরও পড়ুন: ‘ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আপনি তেমনটাই করছেন’, মোদিকে নয়া তির তৃণমূলের]
গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় টিমের বাইরে রয়েছেন বুমরহ (Jasprit Bumrah)। চলতি বছর মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়। কিন্তু বুমরাহ যে প্রত্যাশার আগে ফিট হয়ে উঠছেন, বোঝা যায় গত সপ্তাহে ভারতীয় বোর্ডের তরফ থেকে পেশ করা মেডিক্যাল বুলেটিনে। সেখানে জানানো হয়, ডানহাতি পেসার পুরোদমে বোলিং শুরু করে দিয়েছেন নেটে।
[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের খাবারেও আরশোলা! ছবি পোস্ট করে ক্ষোভ যাত্রীর, ক্ষমা চাইল রেল]
আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ। তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত সেখানে। বুমরাহ ফিরলে ভারতীয় বোলিং যে আরও শক্তিশালী হবে, কোনও সন্দেহ নেই। ও দিকে, মহম্মদ শামিও লম্বা বিশ্রামের পর ফিরবেন এশিয়া কাপে। যার অর্থ, নতুন করে চোট-আঘাত না লাগলে এশিয়া কাপে বুমরাহ-শামির পেস জুটিকে দেখতে পাওয়া সময়ের অপেক্ষা মাত্র।