সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলিং শুরু করেছেন জশপ্রীত বুমরাহ। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভারতের এক নম্বর বোলারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপে নামবেন বুমরাহ। বিশ্বকাপের আগে বড় টুর্নামেন্ট বলতে এশিয়া কাপ। সেখানে বুমরাহর পারফরম্যান্স দেখে নেওয়া হবে। এশিয়া কাপের আগে রয়েছে ভারতের আয়ারল্যান্ড সফর। সেই সফরে জাতীয় দলের সঙ্গে যেতে পারেন বুমরাহ। তাঁর ফিটনেস কীরকম, তা বুঝে নিতে পারবেন নিজেও।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই চোটের সমস্যায় ভুগছেন বুমরাহ। কোমরের চোটে ভুগে প্রায় দু’বছর ধরে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ভারতীয় পেসারকে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অভাব বোধ করেছে ভারত। চলতি বছরের শুরুর দিকেই বুমরাহর কোমরে অস্ত্রোপচার হয়।
[আরও পড়ুন: এশিয়া কাপে নেই লোকেশ রাহুল, বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার]
জুন মাসে শোনা গিয়েছিল, দিনে সাত ওভার করে বল করতে পারছেন বুমরাহ। তাই এশিয়া কাপেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তবে তার আগে রয়েছে ভারতের আয়ারল্যান্ড সফর। বুমরাহর দিকে নজর থাকবে সবার, একথা বলাই বাহুল্য।