সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রাথমিক দলেই ছিলেন না। কিন্তু প্রতীকা রাওয়াল আচমকা চোট পাওয়ায় দলে জায়গা পান। আর বিশ্বকাপ ফাইনালের সেরাও হন। ভারতকে বিশ্বসেরা করেন। এবার শেফালি বর্মার মুকুটে জুড়ল আরও একটি পালক। আইসিসি'র নভেম্বর মাসের সেরা মহিলা ক্রিকেটার হলেন ভারতের তারকা ওপেনার।
শেফালি ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া বল হাতেও 'ম্যাজিক' দেখান। সুনে লুস ও মারিজান কাপকে পরপর দুই ওভারে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন। ৭ ওভারে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৩৬ রানে ২ উইকেট। যে পারফরম্যান্সের সুবাদে তিনি পেয়ে যান ম্যাচের সেরার পুরস্কার। অথচ তার আগে শেষ বছর দু’য়েক ভালো যায়নি শেফালির। এমনকী সেমিফাইনালে নামার আগে শেষবার ভারতের হয়ে শেফালি খেলেছেন এক বছর আগে। কিন্তু ক্রিকেটে প্রত্যাবর্তনেই আগুনে ফর্মে ভারতকে বিশ্বজয়ী করেন।
নভেম্বর মাসে মহিলাদের সেরা প্লেয়ার হয়ে শেফালি বলছেন, "আমার প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা পরিকল্পনামাফিক হয়নি। তবে আমি যেরকম ভেবেছিলাম, তার থেকে ভালো ব্যাট করেছি। আমি দলের সাফল্য অবদান রাখতে পেরেই খুশি। ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। মহিলাদের মাসের সেরা প্লেয়ার হয়ে গর্বিত। এই পুরস্কার আমি সতীর্থ, কোচ ও পরিবারের সকলকে উৎসর্গ করতে চাই। তারা সব সময় আমার পাশে ছিল। আমরা দল হিসেবে জিতি বা হারি। তাই এই পুরস্কার তাদেরও।"
