shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

চোট সারিয়ে প্রত্যাবর্তন, কোন মন্ত্রে সফল বুমরাহ?

বুমরাহ মন্ত্র কী?
Published By: Krishanu MazumderPosted: 02:27 PM Jun 01, 2024Updated: 05:22 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই 'বুম বুম' বুমরাহ জানালেন তাঁর দর্শন। তাঁর সফল প্রত্যাবর্তনের আসল কারণ। 
পিঠে ব্যথার পরে মাঠে ফিরে এসেছেন তিনি। বুমরাহ জানিয়েছেন, খেলাটা তিনি উপভোগ করছেন। যে ঘটনার উপরে তাঁর নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে ভাবেনও না। ভারতের তারকা পেসার বলেছেন, ''চোটআঘাত থেকে সেরে মাঠে ফেরার পরে আমি খেলাটাকে যতটা বেশি সম্ভব উপভোগ করছি।'' 

Advertisement

[আরও পড়ুন: ‘হিমাচলে মোদি ঝড়, জিতব’, ভোট দিয়ে বেরিয়েই আত্মবিশ্বাসী ‘গেরুয়া’ কঙ্গনা]


২০২২ সালের জুলাইয়ে চোট পান বুমরাহ। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই চোটের জন্য খেলতে পারেননি তিনি। ২০২৩ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটেছিল বুমরাহর। সেই তিনি বলেছেন, ''কিছু জিনিস আমার নিয়ন্ত্রণে। কিছু জিনিস আমার নিয়ন্ত্রণে নেই। আমি এই খেলাটা ভালোবাসি, তাই খেলতে এসেছি। শেষ ফলাফলের উপরে নির্ভর না করে আমি অন্য বিষয় নিয়ে চিন্তাভাবনা করি। তার ফলে চাপ কমে যায়। খেলাটাকে উপভোগ করতে চাই।''
ডেথ ওভারে ইয়র্কারের জন্য বিখ্যাত বুমরাহ। সেই ইয়র্কার তিনি রপ্ত করেছিলেন কীভাবে? বুম বুম বুমরাহ বলছেন, ''অল্প বয়সে আমি টেনিস বল ও রবারের বল দিয়ে খেলেছি, বিশেষ করে গরমের ছুটির সময়ে বন্ধুদের সঙ্গে খেলতাম। সেই সময়ে আমার মনে হত ইয়র্কার দিয়েই উইকেট নেওয়া সম্ভব। আমি ফাস্ট বোলিংয়ের বড় ভক্ত। টেলিভিশনে ফাস্ট বোলারদের ইয়র্কার দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমিও সেই ধরনের ইয়র্কার দেওয়ার চেষ্টা করতাম। টেনিস বল বা রবারের বল আমার ইয়র্কার শেখার রহস্য কি না, তা আমার জানা নেই। প্রতিনিয়ত অনুশীলন করার জন্যই আমি ইয়র্কার রপ্ত করতে পেরেছি।''

[আরও পড়ুন: শুভমানের সঙ্গে বিয়ে করছেন? গুঞ্জন উড়তেই মুখ খুললেন অভিনেত্রী রিধিমা পণ্ডিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
  • সেই 'বুম বুম' বুমরাহ জানালেন তাঁর দর্শন। তাঁর সফল প্রত্যাবর্তনের পিছনের কারণ।
  • পিঠে ব্যথার পরে মাঠে ফিরে এসেছেন তিনি। বুমরাহ জানিয়েছেন, খেলাটা তিনি উপভোগ করছেন।
Advertisement